পুলিশ দেখে পালাতে গিয়ে গরু চুরি মামলার আসামির মৃত্যু
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ১৮ মার্চ ২০২৫, ০৯:৪২ PM

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশ দেখে পালাতে গিয়ে মো.শাহিন (৪৫) নামের এক গরু চোরের মৃত্যুর হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) সকালে উপজেলার বাজিতেরপাড়া এলাকার সড়কের পাশ থেকে ওই চোরের লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তি জামালপুর শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার মৃত জাহেদ আলীর ছেলে। তবে বিভিন্ন থানায় তাঁর নামে হত্যা ও গরু চুরিসহ ১১টি মামলা রয়েছে। এ ঘটনায় মো.জলিল মিয়া নামের চুর চক্রের আরেক সদস্যকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয় লোকজন ওই এলাকার সড়কের পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। দুপরে ময়না তদন্তের জন্যে লাশটি জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মো.সাইদুর রহমান বলেন, গতকাল রাতে পিকআপ ভ্যান নিয়ে চক্রটি গরু চুরির জন্যে বের হয়েছিল। তখন স্থানীয় লোকজনের ধাওয়ায় পিকআপ ভ্যান রেখে পালাতে গিয়ে মাটিতে পড়ে একজনের মৃত্যু হয়ে থাকতে পারে। নিহত ব্যক্তির মুখ থেঁতলে গেছে এবং এই কারণে নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়েছে। ঘটনার সময় স্থানীয় লোকজন গরু চুরি চক্রের সদস্য জলিলকে আটক করে। পরে আটককৃত ব্যক্তি ঘটনাস্থলের কাছে থাকা ডিবি পুলিশের একটি দলের কাছে দেয়। পরে ডিবি পুলিশের সদস্যরা আটককৃত ব্যক্তি শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্তের কেন্দ্রে হস্তান্তর করে যান।
জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নাজমুস সাকিব বলেন,‘আদারভিটা এলাকার একটি কার্লভাটের কাছে পিকআপ ভ্যানটি দেখে আমাদের সন্দেহ হয়। তখন ভ্যানটি থামানো হয়। ভ্যানে তিনজন ছিল। তখন জলিল নামের একজনকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় ভ্যানে থাকা অন্য দুজন প্রায় আমাদের উপর ভ্যানটি উঠিয়ে দিয়ে গাড়িটি টান দিয়ে চলে যান। পরে আমরা ভ্যানটি খুঁজতে খুঁজতে একটি বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় দেখি।