কলাপাড়া উপজেলার বৃহত্তর সংগঠন পায়রার নতুন নেতৃত্বে সৈকত-রেজওয়ান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:৩৮ AM , আপডেট: ১৫ মার্চ ২০২৫, ১১:৩৮ AM

সাগরকন্যা খ্যাত পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা শিক্ষার্থীদের সহযোগিতামূলক অরাজনৈতিক সংগঠন ‘পায়রা’। বৃহস্পতিবার (১৩ মে) সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শহিদুল ইসলাম সৈকত। আর সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজোয়ান সিদ্দিকী।
নতুন কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে মো. তসলিম ( তিতুমীর কলেজ), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রায়হান রনি (কবি নজরুন কলেজ), সাংগঠনিক সম্পাদক হিসেবে ফারদিন আহম্মেদ (প্রাইম ইউনিভার্সিটি), দপ্তর সম্পাদক হিসেবে রফিকুল ইসলাম রফিক (ঢাবি) দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কমিটিতে প্রচার সম্পাদক পদে মুজাহিদ সিফাত (ঢাবি), শিক্ষা বিষয়ক সম্পাদক পদে তামিম আহম্মেদ শাহিন (ববি), অর্থ সম্পাদক পদে মহিব্বুল্লাহ সুজন (ববি), আইন বিষয়ক পদে নিরা পপি (চবি), ছাত্র বিষয়ক সম্পাদক পদে ইসরাত জাহান মুন্নি (ববি) এবং পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে সুরাইয়া ইসলাম (জবি) মনোনীত হয়েছেন।
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার পায়রার উপদেষ্টা পরিষদ ও বিগত কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বিগত দিনে যারা কলাপাড়া উপজেলার শিক্ষার্থীদের কল্যানে ও উপজেলার শিক্ষার উন্নয়নে অবদান রেখেছেন তাদেরকে এই কমিটির সামনের সারিতে রাখা হয়েছে।
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম সৈকত বলেন, সভাপতি হিসেবে এই সংগঠনের দায়িত্ব পাওয়া আমার জন্য চ্যালেঞ্জের। আমরা কলাপাড়ার শিক্ষার্থীদের কল্যাণে পূর্বে যে উদ্দেশ্য নিয়ে কাজ করেছি তা আগামী দিনে আরো গতিশীল হবে বলে আশা রাখি। এছাড়া সবার কাছে আমার ও সংগঠনের জন্য দোয়া কামনা করছি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রেজওয়ান সিদ্দিকী বলেন, একজন শিক্ষকের সন্তান হিসেবে এই এলাকার শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো আমি নিজে প্রত্যক্ষ করেছি। আশাকরি আমার বাবার মতো এই উপজেলায় শিক্ষা বিস্তারে পায়রার মাধ্যমে অবদান রাখতে পারবো।