সুন্দরবনের গহীনে গাছের ডালে শুয়ে ছিলেন নারী 

সুন্দরবনে গাছের ডাল থেকে উদ্ধার হওয়া বৃদ্ধা
সুন্দরবনে গাছের ডাল থেকে উদ্ধার হওয়া বৃদ্ধা  © টিডিসি ফটো

সুন্দরবনের গভীরে গাছের ডালে শুয়ে থাকা ষাটোর্ধ্ব এক নারীকে উদ্ধার করেছেন দুই জেলে। খুলনার তেরখাদা উপজেলার বাসিন্দা পরিচয় দেওয়া এ নারী মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরার পশ্চিম সুন্দরবন রেঞ্জের বাদুজুলি খালের পাশে একটি গাছের ডালে বৃদ্ধাকে শুয়ে থাকতে দেখেন আলমগীর খাঁ ও রহমান গাজী নামে দুই জেলে। 

তিন দিন ধরে কাঁকড়া ধরার পর ফেরার পথে দুই জেলে তার সন্ধান পান। অবিশ্বাস্য দৃশ্য দেখে তাঁরা দেরি না করে বৃদ্ধাকে গাছ থেকে নামিয়ে নিরাপদে নিয়ে আসেন। রাতে নিজের বাড়িতে রাখার পর শুক্রবার সকালে তাকে গাবুরা ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা হয়।

আরো পড়ুন: বহিরাগতদের সঙ্গে নিয়ে কয়েকজন ছাত্রকে মারধর ছাত্রদল কর্মীর, ছাত্রীদের হেনস্তা 

উদ্ধার হওয়া বৃদ্ধা নিজের নাম জানিয়েছেন শুকুরুন নেছা। স্বামীর নাম গফফার। তার একমাত্র ছেলের নাম রফিকুল। তবে কীভাবে তিনি এতদূর, নদী পার হয়ে গভীর সুন্দরবনে পৌঁছালেন, সে বিষয়ে কিছু বলতে পারছেন না।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই জেলে সুন্দরবনে কাঁকড়া শিকার করে বাড়ি ফেরার সময় এক নারীকে গাছের ডালে শুয়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। রাতে বাড়িতে রেখে সকালে পরিষদে নিয়ে আসেন। বৃদ্ধাকে আপাতত ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এ বি এম হাবিবুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে এমন একটি ঘটনা কথা আমরা জানতে পেরেছি। কীভাবে এ বৃদ্ধা নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে গেলেন, তা শুধু তিনিই বলতে পারবেন। এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!