টঙ্গী ইজতেমার মাঠ থেকে নিখোঁজ খুলনার নাসির উদ্দিন

গাজী নাসির উদ্দিন মাহমুদ
গাজী নাসির উদ্দিন মাহমুদ  © সংগৃহীত

টঙ্গী ইজতেমার মাঠ থেকে নিখোঁজ হয়েছেন খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বারাকপুর গ্রামের ৬৫ বছর বয়সী গাজী নাসির উদ্দিন মাহমুদ। তাবলিগের এক চিল্লার উদ্দেশ্যে ৪২ দিন পূর্বে স্থানীয় কয়েকজন মুসল্লির সঙ্গে বাড়ি থেকে রওনা দেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, তাবলীগ জামাতের ৪১ দিনের চিল্লা সম্পন্ন করে ১১ মার্চ (মঙ্গলবার) টঙ্গী ইজতেমা মাঠে পৌঁছান গাজী নাসির উদ্দিন। ওই রাতেই সেহরি খাওয়ার পর তিনি বাইরে যাচ্ছেন বলে সঙ্গীদের জানান। এরপর বেরিয়ে যান। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার। মোবাইল ফোনও বন্ধ রয়েছে গাজী নাসির উদ্দিনের। এতে তার পরিবারকে আরও বেশি উদ্বিগ্ন হয়ে ওঠে।

নিখোঁজের ছোট ছেলে মো রিজভী গাজী জানান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘বুধবার (১২মার্চ) সেহরির পর থেকে আর কোন যোগাযোগ হয়নি আব্বুর সাথে। তবে যোহরবাদ আব্বুর সঙ্গে এলাকার যে সকল মুসল্লী একসঙ্গে ৪১ দিনের চিল্লায় গিয়েছিলেন তারা বাড়ি ফিরলেও আব্বু বাড়ি না ফেরেননি। এজন্য আমাদের পরিবারের সবাই দুপুর থেকে দুশ্চিন্তায় পড়ে গিয়েছি। কোন অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে পারে এই ভেবে টঙ্গী এলাকার বিভিন্ন হাসপাতাল এবং থানায় খবর নিয়েছি। কোথাও কোন খোঁজ পেলাম না। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় একটি জিডি করা হয়েছে।’

গাজী নাসির উদ্দিন মাহমুদের সন্ধান পেতে তার পরিবার সবার সহযোগিতা চেয়েছে। কেউ তার কোনো খোঁজ পেলে ০১৭৩৭০০৫২৪১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার ছোট ছেলে মো. রিজভী গাজী।


সর্বশেষ সংবাদ