ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বরগুনায় মশাল মিছিল
- বরগুনা প্রতিনিধি
- প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:৩৬ PM , আপডেট: ১২ মার্চ ২০২৫, ১০:৩৬ PM

ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে কঠোর আইন ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরগুনায় শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন।
আজ বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় বরগুনা সরকারি কলেজ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে বরগুনা নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শিক্ষার্থীরা জানান, কর্মস্থল থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান—কোনো জায়গাতেই নারীরা নিরাপদ নন। তিন বছরের শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী নারীরাই যৌন হয়রানির শিকার হচ্ছেন।
তাঁরা আরও বলেন, ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। এসব অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ মামলার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
এ ছাড়া ধর্ষণ, যৌন নিপীড়ন ও পারিবারিক নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়ন এবং বিশেষ নারী আদালত প্রতিষ্ঠার দাবিও জানান তাঁরা।