রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

নিহত শিক্ষার্থী আলিফ
নিহত শিক্ষার্থী আলিফ  © সংগৃহীত

রাজশাহীর বেলপুকুর থানার বিজিবি চেকপোস্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় আলিফ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।  

আজ সোমবার (১০ মার্চ) বিকেলে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর স্থানীয়রা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহত আলিফ রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর চেকপোস্ট এলাকার বাসিন্দা। তার বাবার নাম খালেক।  

বেলপুকুর থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ