নিয়োগ দিবে বুয়েট, বেতন ৫৫ হাজার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)   © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবার জন্য খণ্ডকালীন ভিত্তিতে চিকিৎসক নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র কলসালটেন্ট (সাইকিয়াট্রিক)।
পদসংখ্যা: ১
আবেদন যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন থাকতে হবে। এছাড়া এফসিপিএস বা এফআরসিপি বা এমআরসিপি বা এমডি ডিগ্রিসহ হাসপাতালে ২০ বছর চিকিৎসা দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন: বুয়েটে একাধিক পদে ৬২ জনকে নিযোগ দেবে

বেতন: সর্বসাকুল্যে ৫৫,০০০ টাকা। অফিস সময়: সপ্তাহে ৩ দিন, প্রতিদিন ৩ ঘণ্টা।

পদের নাম: জুনিয়র কনসালটেন্ট (ডেন্টাল)।
পদসংখ্যা: ১। যোগ্যতা: বিডিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন থাকতে হবে। এ ছাড়া এফসিপিএস বা এমএস ডিগ্রিসহ হাসপাতালে ১২ বছর চিকিৎসা দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ২৩,৩৫০ বা ৩৫,০০০ বা ৫৮,০০০ টাকা।

আবেদন যেভাবে : প্রার্থীকে সাদা কাগজে নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ও মুঠোফোন নম্বর উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা- এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ: ৯ ফেব্রুয়ারি ২০২২।


সর্বশেষ সংবাদ