১০৬৯ পদে সিনিয়র অফিসার নেবে ৯ ব্যাংক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ১১:৫৬ AM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২১, ১১:৫৬ AM
ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান জনবল নিয়োগ দেবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২০০ টাকা ফি দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে প্রকাশিত প্রতিষ্ঠানগুলো হলো- সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।
প্রতিষ্ঠান ও পদ
*সোনালী ব্যাংক-১৪৩টি,
*জনতা ব্যাংক-১৯৭টি,
*রূপালি ব্যাংক-৬৮টি,
*বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক-৪টি,
*বাংলাদেশ কৃষি ব্যাংক-৫৩৯টি,
*রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-২২টি,
*প্রবাসী কল্যাণ ব্যাংক-৬২টি,
*কর্মসংস্থান ব্যাংক-৭টি,
*ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-২৭টি।
পদের নাম: সিনিয়ার অফিসার (সাধারণ, ২০২০ সালভিত্তিক)
আবেদনের যোগ্যতা
* যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।
* এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে কমপক্ষে দুটি প্রথম বিভাগ/শ্রেণি/সমমান। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।
* একাডেমিক কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
আবেদনের বয়স
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।
বেতন
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩০৬০ টাকা এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের বেতনরীতি অনুসারে প্রদান করা হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১৬ জানুয়ারি ২০২২