১০৬৯ পদে সিনিয়র অফিসার নেবে ৯ ব্যাংক

ব্যাংকার্স সিলেকশন কমিটি
ব্যাংকার্স সিলেকশন কমিটি  © সংগৃহীত

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান জনবল নিয়োগ দেবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২০০ টাকা ফি দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে প্রকাশিত প্রতিষ্ঠানগুলো হলো- সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

প্রতিষ্ঠান ও পদ

*সোনালী ব্যাংক-১৪৩টি,

*জনতা ব্যাংক-১৯৭টি,

*রূপালি ব্যাংক-৬৮টি,

*বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক-৪টি,

*বাংলাদেশ কৃষি ব্যাংক-৫৩৯টি,

*রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-২২টি,

*প্রবাসী কল্যাণ ব্যাংক-৬২টি,

*কর্মসংস্থান ব্যাংক-৭টি,

*ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-২৭টি।

পদের নাম: সিনিয়ার অফিসার (সাধারণ, ২০২০ সালভিত্তিক)

আবেদনের যোগ্যতা
* যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।
* এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে কমপক্ষে দুটি প্রথম বিভাগ/শ্রেণি/সমমান। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।
* একাডেমিক কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

আবেদনের বয়স
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।

বেতন
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩০৬০ টাকা এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের বেতনরীতি অনুসারে প্রদান করা হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ
১৬ জানুয়ারি ২০২২


সর্বশেষ সংবাদ