১৮ মেডিকেল অফিসার নেবে পরমাণু শক্তি কমিশন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫২ AM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৬ AM
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। মেডিকেল অফিসার পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্যা: সর্বমোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা: মেডিকেল অফিসার পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগসহ কমপক্ষে ৬০% নম্বরপ্রাপ্ত এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। নিউক্লিয়ার মেডসিন বিষয়ে অভিজ্ঞ/ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সব পদে আবেদনের জন্য ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
বেতন স্কেল: মেডিকেল অফিসারের বেতন ২২০০০-৫৩০৬০ টাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার অথবা সরাসরি এসে জমা দেওয়া যাবে। আবেদনপত্রের নমুনা অফিসের ওয়েবসাইট(www.baec.gov.bd) বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd) ঠিকানায়।
আবেদনের ঠিকানা: সচিব, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবন, ই-১২/এ, আগারগাঁও, শেরে বাংলানগর, ঢাকা-১২০৭।
আবেদনের সময়সীমা: আবেদন পাঠানো যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত।
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে: