বাংলাদেশ শিপিং করপোরেশনে চাকরি, পদ ২০, বেতন ডলারে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২১ PM

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। প্রতিষ্ঠানটি ৩টি অয়েল/কেমিক্যাল ট্যাংকার এবং ২টি বাল্ক ক্যারিয়ার জাহাজে ৪ পদে ২০ কর্মীর চুক্তিভিত্তিক নিয়োগে বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি অথবা সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ শিপিং করপোরেশন;
১. পদের নাম: মাস্টার ও চিফ ইঞ্জিনিয়ার;
জাহাজের ধরন: অয়েল/কেমিক্যাল ট্যাংকার;
পদসংখ্যা: ৬টি;
বেতন: ১০,০০০—১৩,৫০০ মার্কিন ডলার;
আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫২
২. পদের নাম: মাস্টার ও চিফ ইঞ্জিনিয়ার;
জাহাজের ধরন: বাল্ক ক্যারিয়ার;
পদসংখ্যা: ৪টি;
বেতন: ৮,০০০—১০,৫০০ মার্কিন ডলার;
৩. পদের নাম: চিফ অফিসার ও সেকেণ্ড ইঞ্জিনিয়ার;
পদসংখ্যা: ৬টি;
বেতন: ৬,৫০০—৯,৫০০ মার্কিন ডলার;
জাহাজের ধরন: অয়েল/কেমিক্যাল ট্যাংকার;
আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৩৮
৪. পদের নাম: চিফ অফিসার ও সেকেণ্ড ইঞ্জিনিয়ার;
পদসংখ্যা: ৪টি;
বেতন: ৫,৫০০—৭,৫০০ মার্কিন ডলার;
জাহাজের ধরন: বাল্ক ক্যারিয়ার;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: চট্টগ্রাম;
আরও পড়ুন: জীবন বিমা করপোরেশন প্রকাশ করল নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৯
আবেদন পাঠাবেন যে ঠিকানায়—
মহাব্যবস্থাপক (শিপ পার্সোনেল), বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএসসি ভবন, পোস্ট বক্স নম্বর ৬৪১, সল্টগোলা রোড, চট্টগ্রাম বরাবর আবেদনপত্র সরাসরি পাঠিয়ে আবেদন করতে পারবেন। অথবা, spdbsc@gmail.com ঠিকানায় সিভি পাঠিয়েও আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৫;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।