মেটায় চাকরি পেলেন চুয়েটের সাবেক শিক্ষার্থী ইমতিয়াজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৫ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান ও বিশ্বখ্যাত টেক জায়ান্ট মেটায় মেশিন লার্নিং রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে চাকরি পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক শিক্ষার্থী সায়েম মোহাম্মদ ইমতিয়াজ। তিনি চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, চুয়েটে পড়াশোনা শেষে দেশের বাইরে পাড়ি জমান উচ্চশিক্ষার জন্য। যুক্তরাষ্ট্রের মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং আইওয়া স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর গবেষণায় আরও গভীরভাবে যুক্ত হন, কাজ করেন তুলান বিশ্ববিদ্যালয়তে পোস্ট-ডক্টরাল ফেলো হিসেবে।
ইমতিয়াজের অর্জনের জন্য চুয়েটের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্ব স্ব ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখে আন্তর্জাতিক মন্ডলে দেশের সুনাম বয়ে আনছেন। এ অর্জনের জন্য তাকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন