সার্ক কৃষিকেন্দ্রে চাকরি, বেতনের সঙ্গে আবাসন-যাতায়াত ভাতাসহ পাবেন নানান সুবিধা

অ্যাকাউন্টস অ্যাসিসট্যান্ট নিয়োগে আবেদন চলছে সার্ক কৃষি কেন্দ্র (এসএসি), ঢাকায়
অ্যাকাউন্টস অ্যাসিসট্যান্ট নিয়োগে আবেদন চলছে সার্ক কৃষি কেন্দ্র (এসএসি), ঢাকায়  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অঙ্গপ্রতিষ্ঠান সার্ক কৃষি কেন্দ্র (এসএসি), ঢাকা। প্রতিষ্ঠানটি ‘অ্যাকাউন্টস অ্যাসিসট্যান্ট’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: সার্ক এগ্রিকালচার সেন্টার, ঢাকা;

পদের নাম: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন স্কেল: ১৬১—৪৬৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার ৫২৯ থেকে ৫৬ হাজার ৪০৪ টাকা);

আরও পড়ুন: ৮২৯৭৭ বেতনে অফিসার নেবে অ্যাকশনএইড, কর্মস্থল কক্সবাজার

অন্যান্য সুযোগ-সুবিধা—

*মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া;

*যাতায়াত ভাতা ৪০ ডলার (মাসিক);

*স্বাস্থ্য ভাতা ৪০ ডলার (মাসিক);

*সন্তানের শিক্ষাভাতা বছরে ৫০০ ডলার (দুই সন্তান পর্যন্ত প্রাপ্য হবেন);

*মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা (বছরে ১টি);

*সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

আরও পড়ুন: ডেনমার্ক দূতাবাসে চাকরি, কর্মস্থল ঢাকা, উচ্চ বেতনসহ দেবে নানান সুবিধা

বয়স: সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: সার্ক এগ্রিকালচার সেন্টার, ঢাকা;

দরকারি কাগজপত্র—

*সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি;

*শিক্ষাগত যোগ্যতার সব সনদের ফটোকপি;

*অভিজ্ঞতার সনদের ফটোকপি;

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

আরও পড়ুন: ৪৫০০০ বেতনে চাকরি রেড ক্রিসেন্ট সোসাইটিতে, আবেদন স্নাতকেই

আবেদনের যোগ্যতা—

*অ্যাকাউন্টিং/ফিন্যান্স বিষয়ে ভালো ফলাফলসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

ডিরেক্টর, সার্ক অ্যাগ্রিকালচার সেন্টার, বিএআরসি কমপ্লেক্স, ফার্মগেট, ঢাকা–১২১৫ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২ ফেব্রুয়ারি ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ