সার্ক কৃষিকেন্দ্রে চাকরি, বেতনের সঙ্গে আবাসন-যাতায়াত ভাতাসহ পাবেন নানান সুবিধা

সার্ক কৃষি কেন্দ্র (এসএসি), ঢাকা
অ্যাকাউন্টস অ্যাসিসট্যান্ট নিয়োগে আবেদন চলছে সার্ক কৃষি কেন্দ্র (এসএসি), ঢাকায়

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অঙ্গপ্রতিষ্ঠান সার্ক কৃষি কেন্দ্র (এসএসি), ঢাকা। প্রতিষ্ঠানটি ‘অ্যাকাউন্টস অ্যাসিসট্যান্ট’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: সার্ক এগ্রিকালচার সেন্টার, ঢাকা;

পদের নাম: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন স্কেল: ১৬১—৪৬৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার ৫২৯ থেকে ৫৬ হাজার ৪০৪ টাকা);

আরও পড়ুন: ৮২৯৭৭ বেতনে অফিসার নেবে অ্যাকশনএইড, কর্মস্থল কক্সবাজার

অন্যান্য সুযোগ-সুবিধা—

*মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া;

*যাতায়াত ভাতা ৪০ ডলার (মাসিক);

*স্বাস্থ্য ভাতা ৪০ ডলার (মাসিক);

*সন্তানের শিক্ষাভাতা বছরে ৫০০ ডলার (দুই সন্তান পর্যন্ত প্রাপ্য হবেন);

*মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা (বছরে ১টি);

*সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

আরও পড়ুন: ডেনমার্ক দূতাবাসে চাকরি, কর্মস্থল ঢাকা, উচ্চ বেতনসহ দেবে নানান সুবিধা

বয়স: সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: সার্ক এগ্রিকালচার সেন্টার, ঢাকা;

দরকারি কাগজপত্র—

*সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি;

*শিক্ষাগত যোগ্যতার সব সনদের ফটোকপি;

*অভিজ্ঞতার সনদের ফটোকপি;

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

আরও পড়ুন: ৪৫০০০ বেতনে চাকরি রেড ক্রিসেন্ট সোসাইটিতে, আবেদন স্নাতকেই

আবেদনের যোগ্যতা—

*অ্যাকাউন্টিং/ফিন্যান্স বিষয়ে ভালো ফলাফলসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

ডিরেক্টর, সার্ক অ্যাগ্রিকালচার সেন্টার, বিএআরসি কমপ্লেক্স, ফার্মগেট, ঢাকা–১২১৫ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২ ফেব্রুয়ারি ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।