হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টে নিয়োগ, আবেদন ডাকযোগে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ PM
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পে কর্মী নিয়োগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। ধর্মবিষয়ক মন্ত্রণালয় ৩ পদে ৮ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে বাস্তবায়নাধীন ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-ষষ্ঠ পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকাল পর্যন্ত আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে ডাকযোগে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট (ধর্মবিষয়ক মন্ত্রণালয়);
১. পদের নাম: কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ২টি;
মোট বেতন: ১৯,৬০০ (ঢাকা মেট্রো), ১৮,৫০০ (সিটি করপোরেশন) এবং অন্য জেলায় ১৭,৬৫০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার চালনায় ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র থেকে ন্যূনতম ৩ মাসের কম্পিউটার প্রশিক্ষণ;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;
আরও পড়ুন: বিকাশে চাকরি, নেই বয়সসীমা
২. পদের নাম: ফিল্ড সুপারভাইজার;
পদের সংখ্যা: ৫টি;
মোট বেতন: ১৯,৬০০ (ঢাকা মেট্রো), ১৮,৫০০ (সিটি করপোরেশন) এবং অন্য জেলায় ১৭,৬৫০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে;
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদের সংখ্যা: ১টি;
মোট বেতন: ১৭,৩৪৫ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটারে এমএস ও এক্সেলে পারদর্শী হতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজি ২০ শব্দ হতে হবে;
আরও পড়ুন: ৩০০ জন নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, প্রভিডেন্ট ফান্ড-ভ্রমণ ভাতাসহ দেবে নানান সুবিধা
আবেদন ডাউনলোড যেভাবে—
আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই ওয়েবসাইট ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন;
আবেদন পাঠাবেন যে ঠিকানায়—
প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-ষষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্প হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ১/আই, পরিবাগ, শাহবাগ, ঢাকা-১০০০ ঠিকানায় জিইপি/রেজিস্ট্রি ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে;
আবেদন ফি—
চালানের মাধ্যমে ২০০ টাকা বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে অর্থনৈতিক কোড 1350101119237-1422326-এ অটোমেটেড চালানে জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১ জানুয়ারি ২০২৫;
দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।