বাংলাদেশ নৌবাহিনী নেবে কমিশন্ড অফিসার, আবেদন ডিসেম্বরজুড়ে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ PM
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৫-বি ডিইও ব্যাচের দুটি শাখায় কর্মকর্তা নিয়োগে নৌবাহিনী প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আবেদন শুরু হয়েছে ১ নভেম্বর থেকে—চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী;
ব্যাচের নাম: ২০২৫ বি ডিইও;
পদের নাম: কমিশন্ড অফিসার;
১. শিক্ষা শাখা (বিবিধ বিষয়)-পুরুষ ও মহিলা;
ক. শিক্ষাগত যোগ্যতা
সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক (সম্মান)সহ মাস্টার্স। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে। অথবা ইংরেজী মাধ্যম এর ক্ষেত্রে ও-লেভেল এ যেকোনো ২টি বিষয়ে এ গ্রেড, যেকোনো ৪টি বিষয়ে বি গ্রেড ও এ-লেভেল এ যেকোনো ৩টি বিষয়ে বি গ্রেড এবং স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-ছেলে) প্রাপ্ত হতে হবে। (১) বাংলা (২) ইংরেজি (৩) পদার্থ (৪) রসায়ন
খ. নিয়োগ
চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।
২. শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)-পুরুষ ও মহিলা
ক. শিক্ষাগত যোগ্যতা
সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে। অথবা ইংরেজী মাধ্যম এর ক্ষেত্রে ও-লেভেল এ যেকোনো ৩টি বিষয়ে এ গ্রেড, যেকোনো ৩টি বিষয়ে বি গ্রেড ও এ-লেভেল এ যেকোনো ১টি বিষয়ে এ গ্রেড, যেকোনো ২টি বিষয়ে বি গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-ছেলে) প্রাপ্ত হতে হবে।
খ. নিয়োগ
চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।
শারীরিক যোগ্যতা (সব শাখা)—
পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।
বয়স: ১ জুলাই ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে;
বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত;
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৪;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—