পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় নিয়োগ, আবেদন অনলাইনে 

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) নেবে ৬০ কর্মী
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) নেবে ৬০ কর্মী  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গ্রেডের ১৫ পদে ৬০ জনের নিয়োগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ নভেম্বর সকাল ১০টা থেকে থেকে শুরু হয়ে চলবে ১১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি);

১. পদের নাম: সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন); 

পদসংখ্যা: ১৬টি; 

বেতন: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯); 

২. পদের নাম:  ফিল্ড গবেষণা কর্মকর্তা;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

৩. পদের নাম: সহকারী প্রোগ্রামার; 

পদসংখ্যা: ১টি; 

বেতন: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯); 

আরও পড়ুন: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরে চাকরি, নেবে ৪২ জন 

৪. পদের নাম: সহকারী জিআইএস স্পেশালিস্ট;

পদসংখ্যা: ২টি; 

বেতন: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

৫. পদের নাম: টেবুলেটর; 

পদসংখ্যা: ২টি; 

বেতন:  ১৬,০০০—৩৮,৪০ টাকা(গ্রেড- ১০);

৬. পদের নাম: পরিদর্শক (বন/প্লান্ট);

পদসংখ্যা: ১টি; 

বেতন:  ১৬,০০০—৩৮,৪০ টাকা(গ্রেড- ১০);

৭. পদের নাম: হিসাবরক্ষক;

পদসংখ্যা: ১০টি; 

বেতন: ১১,৩০০—২৯,৩০০ টাকা (গ্রেড-১২); 

৮. পদের নাম: সহকারী হিসাবরক্ষক;

পদসংখ্যা: ৫টি; 

বেতন:  ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩); 

৯. পদের নাম: ল্যাবরেটরী টেকনিশিয়ান;

পদসংখ্যা: ২টি; 

বেতন: ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আরও পড়ুন: ১৯০ জনের বড় নিয়োগ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, আবেদন অনলাইনে

১০. পদের নাম: ওয়্যারলেস টেকনিশিয়ান/ ওয়্যারলেস মেকানিক;

পদসংখ্যা: ৩টি; 

বেতন: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

১১. পদের নাম: উচ্চমান সহকারী;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪); 

১২. পদের নাম: ক্যাশিয়ার;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪); 

১৩. পদের নাম: ড্রাফটসম্যান (গ্রেড-৪); 

পদসংখ্যা: ৪টি; 

বেতন: ৯,৭০০—২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

১৪. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী;

পদসংখ্যা: ৭টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

১৫. পদের নাম: সোলার ইন্সপেক্টর;

পদসংখ্যা: ৪টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: ২৮ হাজার বেতনে অ্যাসিসট্যান্ট মার্কেটিং অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ

বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ৬৬৯ টাকা, ৫ ও ৬ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা, ৭ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা, ৮ থেকে ১৫ নম্বর পদের জন্য ২২৩ টাকা পাঠাতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ