পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে নিয়োগ, পদ ৬৩
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১২:৫৭ PM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৪, ০১:১৭ PM
স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় জেলার ইউনিয়ন পরিষদগুলোতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রবিবার (৬ অক্টোবর) প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’ পদে ৬৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। আবেদন ডাকযোগে পাঠাতে হবে।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়;
পদের নাম: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৬৩টি;
বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আরও পড়ুন: ২৫২৪ জনের নিয়োগ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ১৪ পদে: সংশোধিত বিজ্ঞপ্তি
আবেদনের যোগ্যতা
*বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;
*কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;
বয়সসীমা: ১৮—৩০ বছরের মধ্যে (৭ নভেম্বর ২০২৪ তারিখে);
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা (www.patuakhali.gov.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে পূরণের মাধ্যমে দরকারি কাগজপত্রসহ জেলা প্রশাসক, পটুয়াখালী বরাবর আবেদন পাঠাতে হবে।
আবেদন ফি
রূপালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ইস্যু করা ৪০০ টাকা মূল্যমানের পে-অর্ডার আবেদন ফি হিসেবে জেলা প্রশাসক, পটুয়াখালী এর অনুকূলে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ নভেম্বর ২০২৪;
দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।