প্রতিবন্ধীদের জন্য শনিবার রাজধানীতে চাকরি মেলা, দেয়া হবে চাকরি

  © সংগৃহীত

বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজধানীতে ‘চাকরি মেলা’ আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আগামী শনিবার সকালে ঢাকার আগারগাঁওয়ে এনজিওবিষয়ক ব্যুরোর অফিস ভবনে দিনব্যাপী এ মেলা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি  প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর উদ্বোধন করবেন।

২০১৫ সাল থেকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এ মেলার আয়োজন করছে। মেলার সহযোগিতায় আছে সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) নামক প্রতিষ্ঠান।

আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইন ও ই-মেইলের মাধ্যমে আবেদন সংগ্রহ শেষ হয়েছে। ইতোমধ্যে পাঁচ শতাধিক আবেদন জমা পড়েছে। মেলার মাধ্যমে প্রায় ৫০ জনকে চাকরি দেওয়া সম্ভব হবে বলে আশা করছে আয়োজক কর্তৃপক্ষ। এ ছাড়া দুই শতাধিক প্রার্থীকে পরবর্তী সময়ে নিয়োগের জন্য সংক্ষিপ্ত তালিকায় রাখা হবে।

মেলার সমন্বয়ক ও বিসিসির ম্যানেজার (সিস্টেমস) গোলাম রব্বানী জানান, বিসিসির মাধ্যমে ২০১১ সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে আইসিটি প্রশিক্ষণ চালু হয়। এখন পর্যন্ত চাকরি মেলার মাধ্যমে আইসিটিতে দক্ষ ৯ শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) সদস্যভুক্ত আইসিটিভিত্তিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। 


সর্বশেষ সংবাদ