১০০ পদে নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন  © লোগো

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রতিষ্ঠানটি  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় সম্পূর্ণ অস্থায়ীভাবে দৈনিক মজুরি ভিত্তিক (কাজ করলে মজুরি, না করলে নেই শর্তে) হরিজন, তেলেগু ও মাদ্রাজি সম্প্রদায়ভুক্ত পরিচ্ছন্নতাকর্মী (অদক্ষ শ্রমিক) লোকবল নিয়োগ দেবে। 

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (হরিজন, তেলেগু ও মাদ্রাজি সম্প্রদায়ভুক্ত) 

পদসংখ্যা: ১০০টি

আবেদনের যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং সুঠাম স্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ৩০ বৎসর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর।

আরও পড়ুন: রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ দেবে বিআইডিএস।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সচিব বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র / নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতা সনদ এর সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে আনতে হবে।

সাক্ষাৎকারের তারিখ: ১৩ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১০ টার মধ্যে

ঠিকানা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনস্থ ব্যাংক ফ্লোর।


সর্বশেষ সংবাদ