রাতেও পিএসসি গেটে ৪০তম বিসিএসে চাকরিপ্রত্যাশীরা, চলছে স্লোগান

৩০ অক্টোবর ২০২২, ০৮:৩৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
রাতেও পিএসসি গেটে ৪০তম বিসিএসে চাকরিপ্রত্যাশীরা

রাতেও পিএসসি গেটে ৪০তম বিসিএসে চাকরিপ্রত্যাশীরা © সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গেটে ছয় দফা দাবিতে অবরোধ কর্মসূচি শুরু করেছেন ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীরা। রবিবার (৩০ অক্টোবর) দুপুর ২টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি রাতেও চলমান রয়েছে। এসময় চাকরিপ্রার্থীদের ব্যানার-পেস্টুন নিয়ে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। পাশে জ্বালিয়ে রাখা হয়েছে মোমবাতি।

চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, দিন শেষ হয়ে রাত হলেও পিএসসির পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করতে যাননি। কর্মসূচিতে অংশ নেওয়া জাহিদুর রহমান নামে প্রার্থী জানান, গত এক মাস ধরে এ নিয়ে আন্দোলন করছি। আন্দোলনের তৃতীয় দফায় আজ আমরা পিএসসির সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছি।

প্রার্থীদের ছয় দফা দাবি হলো, যেহেতু বিজ্ঞপ্তিতে ৪০-৪৩তম বিসিএস পর্যন্ত নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করা হয়নি, সেহেতু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক বিজ্ঞপ্তির পর ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তির তারিখওয়ারী নন-ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদসংখ্যা নির্ধারণের এই বেকারবিরুদ্ধ ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করতে হবে।

আরও পড়ুন: হতাশার চোরাবালিতেই কি ৪০তম বিসিএস নন-ক্যাডার?

বিজ্ঞপ্তির তারিখওয়ারী পদ বিভাজনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে ৪০তম বিসিএস নন-ক্যাডারের পদ ৩৬, ৩৭ ও ৩৮তম বিসিএসকে প্রদান করা হয়েছে। সুতরাং তারিখওয়ারী পদ বিভাজনের এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ইতিহাসের দীর্ঘকালীন ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের থেকে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে নন-ক্যাডারে সুপারিশ করাতে হবে।

যে প্রক্রিয়া অনুসরণ করে পিএসসি ২৯ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত ৩৪-৩৮তম বিসিএস নন-ক্যাডার তালিকা প্রকাশ করেছে সেই প্রক্রিয়া অনুসরণ করে বর্তমান উদ্বুদ্ধ সমস্যার সমাধান করতে হবে।

বাংলাদেশের শিক্ষিত ও মেধাবী ছাত্রসমাজকে পিএসসির মূল বক্তব্য আড়াল করে অর্থাৎ ‘যার যা প্রাপ্য তাকে তাই দেওয়া হবে’ এই ভিত্তিহীন কথা বলে যে বিভ্রান্তি ছড়াচ্ছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং বেকার সৃষ্টির এই অপপ্রয়াস অনতিবিলম্বে বন্ধ করে বেকারবান্ধব নীতি নবায়ন করতে হবে এবং বিগত এক যুগে পিএসসি যে স্বপ্ন, নির্ভরযোগ্য ও বেকারবান্ধব প্রতিষ্ঠান ছিল সেই ধারা অব্যাহত রাখতে হবে।

চাকরিপ্রার্থী রাকিবুল হাসান বলেন, আমাদের কর্মসূচী দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। যৌক্তিক দাবিতেই আমরা এখানে অবস্থান নিয়েছি। এর আগেও দাবি আদায়ের জন্য কয়েকটি শান্তিপূর্ণ কর্মসূচী পালন করেছি।

এর আগে গত ১৬ অক্টোবর ৪০তম বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার সুপারিশপ্রত্যাশী ও চাকরিপ্রার্থী বেকার ছাত্রসমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পিএসসির কাছে ৬ দফা দাবি উত্থাপন করে। কিন্তু পিএসসি এই ৬ দফা দাবি না মানায় চাকরিপ্রার্থীরা পিএসসির সামনে লাগাতার এই অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

মঙ্গলবার সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২০ জানুয়ারি ২০২৬
চিরকুট লিখে ২৩ দিনের শিশুকে হাসপাতালে রেখে পালালেন মা, অতঃপ…
  • ২০ জানুয়ারি ২০২৬
জাইমা রহমান: চমকপ্রদ সূচনার মতোই বহমান হোক আগামীর পথচলা
  • ১৯ জানুয়ারি ২০২৬
যে কারণে স্থগিত রাজশাহী জেলা ও মহানগর এনসিপির কমিটি
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিমানবন্দর ও আশপাশের এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
অনিবন্ধিত বিদেশি ডিগ্রি, জামায়াত প্রার্থী ডা. এসএম খালিদুজ্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9