রাখাল রাহার বিরুদ্ধে ৪০০ কোটি টাকা বাণিজ্যের অভিযোগ নিয়ে যা বলল এনসিটিবি

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন  © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সমন্বয়ক সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহার বিরুদ্ধে পাঠ্যবই ছাপার কাগজ কেনায় ৪০০ কোটি টাকা বাণিজ্যের অভিযোগ নিয়ে চলছে হৈ চৈ।

আসলেই তিনি এই বাণিজ্যে জড়িত ছিলেন, তা নিয়ে সংবাদ সম্মেলনে এসে জানালেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান। সেখানে তিনি জানিয়েছেন, পাঠ্যবই ছাপার কাগজ কেনার সঙ্গে রাখাল রাহার কোনো সম্পর্ক নেই। 

আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রাখাল রাহার বিরুদ্ধে এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজ ব্যবসায়ের ৪০০ কোটি টাকার কমিশন বাণিজ্য অপপ্রচার। পাঠ্যবইয়ের কাগজই কেনা হয়েছে ১০০ কোটি টাকার। সেখানে ৪০০ কোটি টাকার বাণিজ্য কীভাবে হবে, সেটা বোধগম্য নয়।

কাগজ কেনায় কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে একটি গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা ভুয়া এবং প্রোপাগান্ডা দাবি করে এনসিটিবি চেয়ারম্যান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence