বাকৃবির বৃহত্তর রংপুর সমিতির নতুন কার্যনির্বাহী কমিটিতে নতুন মুখ

০৪ মার্চ ২০২৫, ০৫:০৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
সভাপতি ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক এবং সাধারণ সম্পাদক ড. মো. আখতারুল আলম

সভাপতি ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক এবং সাধারণ সম্পাদক ড. মো. আখতারুল আলম © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বৃহত্তর রংপুর সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ মার্চ) ওই নতুন কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল আলম। 

এছাড়াও সহ-সভাপতি পদে রয়েছেন কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. মেজবাউল হক (মিজু), সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. উমর ফারুক, মো. মারুফ হাসান মিলু, মো. সাদনান শিহাব, আহসান হাবীব ও শ্রাবণী রায়।

দপ্তর সম্পাদক পদে মো. আবু বক্কর সিদ্দিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেজবাউল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. নাহিদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস. এম. আসাদ সৌমিক, শিক্ষা ও সাহিত্য সম্পাদক তাসলিমা আক্তার, তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক ছন্দা রানী রায় এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদক আয়েশা সিদ্দিকা মনোনীত হয়েছেন।

তাছাড়াও নির্বাহী সদস্য হিসেবে ১৫ জনকে মনোনীত করা হয়েছে। যারা হলেন - মৌন আল আহমেদ (মাওলানা ভাসানী হল), সাদিয়া আফরিন কলি (জুলাই ৩৬ হল), সাকিব আহমেদ (রাফি) (ঈশা খাঁ হল), মোছা. ফারজিয়া লুবনা তুবা (বেগম রোকেয়া হল), মো. ইফতে খায়রুল ইসলাম উৎস (শাহজালাল হল), মো. ইমন ইসলাম (আশরাফুল হক হল), কে. এ. জুলফিকার (নাজমুল আহসান হল)।
এছাড়াও রয়েছেন, তৌহিদা নাজনীন রিপা (তাপসী রাবেয়া হল), ডেভিড রায় (হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল), সাবিকুন নাহার সেতু (কৃষি কন্যা হল), মো. হযরত বিল্লাল হৃদয় (শহীদ জামাল হোসেন হল), আহমাদ আজাদ (ফজলুল হক হল), মেহেদী হাসান প্রিন্স (শহীদ শামসুল হক হল), মোছা. জ্যোতি আক্তার (সুলতানা রাজিয়া হল), মো. ইমরান (ময়মনসিংহ মেডিকেল কলেজ)।

নবনির্বাচিত সহ- সভাপতি অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান বলেন, ‘সমিতির সদস্যরা যাতে ন্যায্য প্রাপ্যতা থেকে বঞ্চিত না হয় সেজন্য আমরা সবাই মিলে কাজ করে যাবো। বৃহত্তর রংপুর সমিতি হলো একটি পরিবার। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, সাধারণ শিক্ষার্থী সবার সহযোগিতার মাধ্যমে এ সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাব। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর রংপুর অঞ্চলের সকলের সমস্যা সমাধানে এই সমিতি অগ্রণী ভূমিকা পালন করবে।’

ট্যাগ: বাকৃবি
আজ ঘটনাবহুল সেই ওয়ান-ইলেভেন, ১৯ বছর আগে এই দিনে কী ঘটেছিল
  • ১১ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলায় শিশুসহ নিহত ছয়
  • ১১ জানুয়ারি ২০২৬
ইরানে যতবার বিক্ষোভ হয়, ততবারই তাদের নিরাপত্তা ও গোয়েন্দা শ…
  • ১১ জানুয়ারি ২০২৬
২০২৬ সালে সরকারি-বেসরকারি কলেজে বেড়েছে ছুটি, দেখুন তালিকা
  • ১১ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের কারাগারে মাদুরো কেমন আছেন, জানালেন ছেলে
  • ১১ জানুয়ারি ২০২৬
প্রক্সি নয়, বিইউপিতে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে গিয়েছিলাম—দা…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9