বাকৃবিতে দেশে কৃষি যান্ত্রিকীকরণ-বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু বুধবার

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
বাকৃবিতে দেশে কৃষি যান্ত্রিকীকরণ-বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু উপলক্ষে সংবাদ সম্মেলন

বাকৃবিতে দেশে কৃষি যান্ত্রিকীকরণ-বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু উপলক্ষে সংবাদ সম্মেলন © টিডিসি

‘আধুনিক কৃষি যান্ত্রিকীকরণ ও জীবাশ্ম সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে চতুর্থ কৃষি বিপ্লব বাস্তবায়ন করা’ প্রতিপাদ্য সামনে রেখে দেশে প্রথমবারের মতো আগামীকাল বুধবার শুরু হতে যাচ্ছে কৃষি যান্ত্রিকীকরণ-বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন। 

দুই দিনব্যাপী (১২-১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক এ সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষিকে স্মার্ট কৃষিতে রূপান্তরের পাশাপাশি লাভজনক কৃষি ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন হলে ওই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলনের আয়োজক কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ  আশিক-ই-রব্বানী।

এ সময় উপস্থিত ছিলেন সম্মেলনের আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. জয়নাল আবেদীন, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. টুম্পা রাণী সরকারসহ আয়োজক কমিটির অন্য সদস্যরা।

আরও পড়ুন: শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দলীয় রাজনীতি নিষিদ্ধ করল নজরুল বিশ্ববিদ্যালয়

ছয়টি টেকনিক্যাল সেশন, একটি ব্যবসায়িক সেশন এবং দুটি পোস্টার সেশনে মোট ১৬০টি গবেষণা প্রবন্ধ ও প্লেনারি সেশনে স্মার্ট অ্যাগ্রিকালচারাল, স্মার্ট টেকনোলজি, অ্যাগ্রিকালচারাল মেকানাইজেসন ও বায়োরিসোর্স এনার্জি (৪টি বিষয়ে) নিয়ে উপস্থাপন করা হবে। এ ছাড়া একটি কৃষি যন্ত্রপাতি মেলার আয়োজন করা হবে যেখানে দেশের স্বনামধন্য আটটি প্রতিষ্ঠান (সরকারি ও বেসরকারি) তাদের কৃষি-বিষয়ক যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তিগুলো প্রদর্শন করবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তিগুলোও প্রদর্শন করা হবে।

আয়োজক কমিটির আহ্বায়ক ড. আওয়াল বলেন, বাংলাদেশ সোসাইটি অব অ্যাগ্রিকালচার মেশিনারি অ্যান্ড বায়ো রিসোর্স ইঞ্জিনিয়ারিং (বিএসএএমবিই) এবং বাকৃবির কৃষিশক্তি ও যন্ত্র বিভাগ যৌথভাবে ওই সম্মেলনটি আয়োজন করছে। দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষির সাথে জড়িত সরকারি ও বেসরকারি সংস্থা এবং চীন থেকে ১ জন, কোরিয়া থেকে ১ জন, জাপান থেকে ২ জন, কানাডা থেকে ৪ জন, আমেরিকা ও ভারত সহ বিভিন্ন দেশের প্রায় ২৪০ জন বিজ্ঞানী, কৃষি প্রকৌশলী, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও কৃষক এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

তিনি আরও বলেন, ‘আমরা কৃষির সঙ্গে সম্পৃক্ত সমাজের প্রতিটি স্তরের মানুষকে এ সম্মেলনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছি। লাভজনক কৃষির বাস্তবায়ন ঘটানো এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।’

আরও পড়ুন: কুবি ভর্তি পরীক্ষার জিপিএ নম্বর নিয়ে নতুন সিদ্ধান্ত

কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের প্রধান অধ্যাপক ড. টুম্পা রাণী সরকার বলেন, ‘এ  সম্মেলনের বিশেষ দিক হচ্ছে এখানে গবেষক, শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি ৫ জন কৃষকও থাকবেন, যেখানে তারা তাদের সকল সমস্যা তুলে ধরতে পারবেন ও তার সমাধান নিয়ে আলোচনা করা হবে।’

আয়োজক কমিটির সদস্যসচিব আশিক-ই-রব্বানী জানান, আন্তর্জাতিক এ সম্মেলনে সেরা পোস্টার ও পেপারগুলোকে পুরস্কৃত করা হবে, পাশাপাশি সেগুলো জার্নাল অব অ্যাগ্রিকালচারাল মেশিনারি এন্ড বায়োরিসোর্সেস ইঞ্জিনিয়ারিংয়ে (জেএএমবিই) প্রকাশ করা হবে।

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলসহ ৫ দাবিতে প্রাথমিক শিক্ষা অ…
  • ১১ জানুয়ারি ২০২৬
সিঙ্গার বাংলাদেশ নেবে ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার, পদ ৩০, আ…
  • ১১ জানুয়ারি ২০২৬
আজ ঘটনাবহুল সেই ওয়ান-ইলেভেন, ১৯ বছর আগে এই দিনে কী ঘটেছিল
  • ১১ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলায় শিশুসহ নিহত ছয়
  • ১১ জানুয়ারি ২০২৬
ইরানে যতবার বিক্ষোভ হয়, ততবারই তাদের নিরাপত্তা ও গোয়েন্দা শ…
  • ১১ জানুয়ারি ২০২৬
২০২৬ সালে সরকারি-বেসরকারি কলেজে বেড়েছে ছুটি, দেখুন তালিকা
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9