কোটা পুনর্বহালের প্রতিবাদে শেকৃবিতে বিক্ষোভ

মানববন্ধন
মানববন্ধন  © টিডিসি ফটো

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাসহ ৩০ শতাংশ কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়কে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রশাসনিক ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা।

মিছিলে উড়ছে পাখি দিচ্ছে ডাক, কোটা প্রথা নিপাত যাক, যুদ্ধ হবে আরেকবার, করবো কোটা সংস্কার, কোটা বৈষম্য দূর কর, নইলে বুকে গুলি কর, আমার দেশ আমার মা, বৈষম্য মানি না সহ নানা স্লোগানে মুখরিত হয় শেকৃবির রাজপথ।

মানববন্ধনে এক শিক্ষার্থী বলেন, ২০১৮ সালের যৌক্তিক আন্দোলনের মাধ্যমে জাতি কোটা নামক অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল। সেখান এসে এরকম সিদ্ধান্তে আমরা বিচলিত, শঙ্কিত। কোটা ব্যবস্থায় যদি যোগ্য স্থানে যোগ্য ব্যক্তি যেতে না পারে, তাহলে মুখে যতই উন্নয়নের বুলি আওড়ানো হোক না কেন, দেশ শেষ পর্যন্ত পিছিয়ে যাবে।

শিক্ষার্থীরা জানান, দেশের মাত্র ২.৬৩ শতাংশ লোক কোটাধারী, অথচ তাঁদের জন্য বরাদ্দ ৫৬ শতাংশ। আর বাকি ৯৭.৩৭ শতাংশ মানুষের জন্য বরাদ্দ মাত্র ৪৪ শতাংশ। দিনে দিনে দেশে ব্রেইন ড্রেনের (শিক্ষার্থীদের বিদেশে পাড়ি জমানো) পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যেখানে দেশের সর্বোচ্চ স্থানে যখন বৈষম্যের হার এত পরিমাণ বেশি, মেধাবীরা মেধার মূল্যায়ন পাচ্ছে না, সেখানে যে শিক্ষার্থী যোগ্যতার ভিত্তিতে দেশের বাইরে থেকে অফার লেটার পাচ্ছে, সে কোন টানে দেশে থাকবে।

দাবি আদায়ের বিষয়ে তারা বলেন, মেরিটোক্রেসি আর কোটা একসাথে থাকতে পারে না। আমরা যদি মনে করি এ রাষ্ট্র মেরিটোক্রেসিতে চলবে, যোগ্যতার মাধ্যমে চলবে, দক্ষ প্রশাসকের মাধ্যমে চলবে, তাহলে সেখানে কোটার কোনো অবস্থান হতে পারে না।

অবস্থান কর্মসূচি শেষে যতদিন পর্যন্ত না দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে একাত্মতা পোষণ করে কোটা বিরোধী আন্দোলন চলবে বলে জানান তারা।

এর আগে, গতকাল বুধবার (৫ জুন) সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। মুক্তিযোদ্ধার সন্তানদের করা এক রিটের প্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence