পবিপ্রবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯০ শতাংশ

০৯ মে ২০২৫, ০৩:১৩ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৭:৫৩ PM
পরীক্ষা দিয়ে বের হচ্ছেন ভর্তিচ্ছুরা

পরীক্ষা দিয়ে বের হচ্ছেন ভর্তিচ্ছুরা © টিডিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের অন্যান্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একযোগে পবিপ্রবির মূল ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পবিপ্রবি কেন্দ্রে মোট আবেদন করেন ১ হাজার ২৩০ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ১০১ জন, যা প্রায় ৮৯.৫১ শতাংশ উপস্থিতির হার।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পবিপ্রবি প্রশাসন নেয় সর্বাত্মক প্রস্তুতি। পরীক্ষাকেন্দ্রগুলোতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।

ভর্তি পরীক্ষা চলাকালে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতায় অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের সহযোগিতার জন্য যা প্রয়োজন, আমরা তা নিশ্চিত করেছি।’

তিনি আরও জানান, পরীক্ষার্থীদের সুবিধার্থে রোল নম্বর, কেন্দ্র ও ভবনের দিকনির্দেশনা-সংবলিত ডিজিটাল ব্যানার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছিল। প্রতিটি ভবনের প্রবেশপথে দায়িত্ব পালন করে নিরাপত্তা উপকমিটি, পবিপ্রবি সাংবাদিক সমিতি, বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন।

আরও পড়ুন: যমুনার সামনে থেকে সরে জনসভাস্থলে গেলেন আন্দোলনকারীরা

ভাইস চ্যান্সেলরের সঙ্গে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, জনসংযোগ বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, প্রধান খামার তত্ত্বাবধায়ক মো. আরিফুর রহমান ও সহকারী রেজিস্ট্রার সুইন আহমেদ প্রমুখ।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ভাইস চ্যান্সেলর সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

উল্লেখ্য, ‘এ’ ইউনিটে এবার সারাদেশে ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। মোট আসন সংখ্যা ৮২৯৭। প্রতি আসনের বিপরীতে লড়ছেন গড়ে ১৭ জন শিক্ষার্থী। এর আগে ২৫ এপ্রিল ‘সি’ ইউনিট এবং ২ মে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়, যার ফলাফল যথাক্রমে ২৮ এপ্রিল ও ৫ মে প্রকাশ করা হয়।

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবি সংলগ্ন মেসে অপ্রীতিকর অবস্থায় দুই সমকামী শিক্ষার্…
  • ২০ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২০ জানুয়ারি ২০২৬
চিরকুট লিখে ২৩ দিনের শিশুকে হাসপাতালে রেখে পালালেন মা, অতঃপ…
  • ২০ জানুয়ারি ২০২৬
জাইমা রহমান: চমকপ্রদ সূচনার মতোই বহমান হোক আগামীর পথচলা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9