ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটভুক্ত মানবিক ও বিজ্ঞানের ফল প্রকাশ

লোগো
লোগো  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের  ব্যবসায় শিক্ষা ইউনিটের  বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।  উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে আগামী শনিবারের (১৯ এপ্রিল) মধ্যে বিস্তারিত ও বিষয় পছন্দক্রম ফরম ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পূরণ করতে হবে। 

এ বিষয়ে ঢাবির অনলাইন ভর্তি অফিসের প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় মানবিক এবং বিজ্ঞান শাখা থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এদের প্রশ্নে কোন ভুল ছিল না। 

তিনি আরও বলেন, যারা কমার্স থেকে পরীক্ষা দিয়েছে তাদের নৈর্ব্যক্তিক পরীক্ষা আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। এরপর তাদের লিখিত পরীক্ষার সাথে বর্তমান নাম্বার যোগ করে ফলাফল প্রকাশ করা হবে। এছাড়া এখন যাদের ফলাফল প্রকাশিত হয়েছে তাদের সাথে অন্যদের মেধাতালিকা ভিন্ন।  তাই এ নিয়ে কোন ঝামেলা হবে না।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নপত্রের বহুনির্বাচনি (এমসিকিউ) অংশে ১২টি প্রশ্নে সেটে গরমিল দেখা যায়। পরে এ বিষয়ে কোনো কার্যকরী সমাধান বের করতে পারেনি প্রশাসন। তাই বিজ্ঞান ও মানবিক শাখার ভর্তিচ্ছুদের পরীক্ষার ফল পেতে দেরি হয়। 


সর্বশেষ সংবাদ