এনএসইউতে সামার ২০২৫ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০২:০২ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ০২:০২ PM

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২০২৫ সালের সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষায় চারটি স্কুলে ভর্তির (আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম) জন্য ৮ হাজার ৬০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান, অফিস অব অ্যাডমিশনের (আন্ডারগ্র্যাজুয়েট) পরিচালক অধ্যাপক কেএম সালাম।
পরে ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বলেন, এনএসইউ দেশের অন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যতিক্রম। এখানে আমরা শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সংখ্যা নয়, তাদের গুণগতমান বিবেচনা করি। ভর্তিতে আমরা সংখ্যা নিয়ে কথা বলি না। আমরা দুই হাজার-চার হাজার ভর্তি করাবো এমন সংখ্যা বিচার করি না।
বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ৩৫ বছর হয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ার জন্য ৩৫ বছর ধরে কাজ করে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫০০ জন শিক্ষক রেখেছি , যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে একত্রে থাকার নজির নেই। আমরা সেই পরিবেশটা করেছি।
বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনার খরচ বেশি নিয়ে অনেকের গুঞ্জনের জবাবে তিনি বলেন, এ যাবৎ আমরা সাড়ে চারশ' কোটি টাকার স্কলারশিপ দিয়েছি, ১৭শ' মুক্তিযোদ্ধার সন্তানদের ফ্রি পড়ানো হয়েছে, সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে আহত ৭৬ জন শিক্ষার্থীকে ফ্রি পড়ার সুযোগ করে দিয়েছি এবং তাদের চিকিৎসার জন্য ১২ লাখ টাকা দিয়েছি। আর মারা যাওয়ার শিক্ষার্থীর পরিবারকে সাহায্য করেছি।
অভিভাবকদের সমর্থন ও সহযোগিতা চেয়ে তিনি বলেন, আমাদের ওপর আস্থা রাখবেন। কোনো শিক্ষার্থী বা কারো বিরুদ্ধে এমন কোনো ব্যবস্থা /সিদ্ধান্ত নেয়া হয় না যা শিক্ষার পরিবেশ ও শিক্ষাকে বিঘ্নিত করে। আর এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হলে হলে তা নতুন করে ইনোভেটিভ ওয়েতে করে। এসব বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনুসরণ করে।
এদিকে তিন-চারদিনের মধ্যে ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে এনএসইউ অ্যাডমিশন অফিস। এ বিষয়ে জানতে এনএসইউর অফিশিয়াল ওয়েবসাইট দেখার অনুরোধ জানানো হয়েছে।