জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (২৩ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় প্রকাশ করে জবি প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্যের ডি-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.admission.jnu.ac.bd-তে লগইন করে স্ব-স্ব পোর্টালে ফল দেখতে পারবে।

এতে আরও বলা হয়, আগামী ০৮-০৪-২০২৫ তারিখ হতে ১৭-০৪-২০২৫ তারিখ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীগণ www.admission.jnu.ac.bd তে লগইন করে বিষয় পছন্দ (Subject Choice) দিতে পারবে।

আরও পড়ুন: ঢাবিতে ভর্তি: দুই ইউনিটের বিষয় পছন্দক্রম পূরণ শুরু হবে একসঙ্গে

এবারের ডি ইউনিটের দুইটি শিফটে মোট আসন সংখ্যা ৫৯০ টি। প্রথম শিফটে মোট আসন ২৯৪ টি। যার মধ্যে মানবিক ১৯২, বাণিজ্য ৩৩, বিজ্ঞান বিভাগের জন্য ৬৯। দ্বিতীয় শিফটে মোট আসন ২৯৬ টি। যার মধ্যে মানবিক ১৯৩, বাণিজ্য ৩২ ও বিজ্ঞান বিভাগের জন্য থাকবে ৭১ আসন।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত) ও ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তির ফল দেখুন এখানে। 


সর্বশেষ সংবাদ