চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি ৬০ শিক্ষার্থী
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:০১ AM , আপডেট: ২২ মার্চ ২০২৫, ১১:২৯ AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২২ মার্চ) অনুষ্ঠিত হবে। ইউনিটটিতে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সব বিষয়, আইন অনুষদভুক্ত আইন, উচ্চ মাধ্যমিক মানবিক শাখার শিক্ষার্থীর জন্য জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা; মনোবিজ্ঞান বিভাগ রয়েছে।
এবার ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় বসতে আবেদন করেছেন ৬০ হাজার ৫২২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ‘ডি’ ইউনিট ও ‘ডি-১’ উপ-ইউনিটে মোট আসন সংখ্যা ৯৮৮টি। আসনপ্রতি লড়বেন প্রায় ৬০ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
পরীক্ষার সময়
এবার প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে। এর আগে সকাল ১০টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। এবং ১১টা ১৫ মিনিটে নিজ নিজ আসন নিশ্চিত করতে হবে।
শাটলের সূচি
নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার চার দিন ট্রেন চট্টগ্রাম নগরের বটতলী থেকে সকাল ৭টা, সাড়ে ৭টা, সাড়ে ৯টা, ১০টা, বেলা ২টা ৫০ মিনিট, বেলা ৩টা ৫০ মিনিট ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল ৮টা ১৫ মিনিট, ৮টা ৪৫ মিনিট, বেলা ১টা ৩০ মিনিট, ২টা ৩০ মিনিট, বিকাল ৪টা, সাড়ে ৫টা ও রাত সাড়ে ৯টায় নগরের বটতলীর উদ্দেশে ট্রেন ছেড়ে যাবে।
নম্বর বণ্টন
প্রতি সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
২০২২ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ছাড়া অন্য শিক্ষাবর্ষে মাধ্যমিক বা দাখিল বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে (সেকেন্ড টাইমারদের জন্য) তাদের নিজ নিজ সর্বমোট (এমসিকিউ+এসএসসি এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর গুণিতক + ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) প্রাপ্ত নম্বর থেকে ৩ (তিন) নম্বর কর্তন করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।