রাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড আপাতত স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড আপাতত স্থগিত করা হয়েছে। আবার ডাউনলোড শুরু হবে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরু হওয়ার তিন দিন আগে।

আজ সোমবার (১৭ মার্চ) বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম। 

আইসিটি সেন্টারের পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, তাদের আবার সুযোগ দেওয়া হবে। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরু হওয়ার তিন দিন আগে আবার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ যারা ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী, তারা আগামী ৯, ১০, ও ১১ এপ্রিলে ডাউনলোড করতে পারবেন। ‘এ’ ইউনিটের ক্ষেত্রে ১৬, ১৭ ও ১৮ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের ক্ষেত্রে ২৩, ২৪ ও ২৫ এপ্রিলে ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন: ইউজিসি কর্মকর্তাদের কক্ষে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, দেখা করতে হবে উন্মুক্ত স্থানে

অধ্যাপক ছাইফুল ইসলাম বলেন, প্রবেশপত্র ডাউনলোড আপাতত স্থগিত করা হয়েছে। তবে যারা ডাউনলোড করতে পারেননি, তাদের চিন্তিত হওয়ার প্রয়োজন নেই।  আবার ডাউনলোডের সময় দেওয়া হবে। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরু হওয়ার তিন দিন আগে আবার সুযোগ দেওয়া হবে।

তথ্যমতে, আগামী ১২ এপ্রিলে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল ও ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর কোনো নম্বর থাকছে না। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।

আরও পড়ুন: ঢাবিতে নতুন হল নির্মাণ প্রকল্পের অনুমোদন, ব্যয় ২৪৪ কোটি টাকা

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় নির্ধারণ হওয়া প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।www.ru.ac.bd admission এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।


সর্বশেষ সংবাদ