শেষ হলো জবি ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা

কেন্দ্র থেকে বের হচ্ছেন পরীক্ষার্থীরা
কেন্দ্র থেকে বের হচ্ছেন পরীক্ষার্থীরা  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে প্রায় আট হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা গেছে। 

এদিকে আজ দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হবে এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এবার ৫২০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ হাজার ১১২ জন শিক্ষার্থী। অর্থাৎ, প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন ৩৯ জন শিক্ষার্থী। 

আরো পড়ুন: জবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের প্রশ্নপত্র দেখুন এখানে

এ বছর বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে। পরীক্ষার মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনি অংশে ২৪ নম্বর, লিখিত অংশের জন্য ৪৮ নম্বর বরাদ্দ। পাশাপাশি এসএসসি ও এইচএসসি জিপিএর ওপর যথাক্রমে ১২ ও ১৬ নম্বর যুক্ত হবে।  

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার দিন সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি থাকবে।


সর্বশেষ সংবাদ