পরীক্ষার হল থেকে প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা, ঢাবি ভর্তিচ্ছু আটক

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
আটক ভর্তিচ্ছু শাজিদ আহমেদ

আটক ভর্তিচ্ছু শাজিদ আহমেদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার হল থেকে মুঠোফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানো চেষ্টাকালে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী আটক করা হয়েছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এই ইউনিটের পরীক্ষা চলাকালীন সময়ে রাজধানীর আজিমপুরের গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স (গার্হস্থ্য অর্থনীতি কলেজ) কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। আটক ওই ভর্তিচ্ছুর নাম শাজিদ আহমেদ। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর-৩১৩২৫৫৮।

পরে তাকে লালবাগ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দীন আহমদ। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে ওই ভর্তিচ্ছু মুঠোফোনে প্রশ্নপত্রের ছবি তুলে। আমরা ধারণা করছি, এই ছবিটি তিনি বাইরে পাঠানোর মাধ্যমে উত্তরপত্র পাওয়ার চেষ্টা চালিয়েছেন। পরবর্তীতে কেন্দ্র থেকে বিষয়টি আমাদেরকে অবহিত করা হলে তাকে আটক করে লালবাগ থানায় সোপর্দ করা হয়। ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কেন্দ্র সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রটির ৩০ নম্বর কক্ষে আটক ভর্তিচ্ছু শাজিদ মোবাইল দিয়ে প্রশ্নপত্রের ছবি উঠাতে গেলে কক্ষ পরিদর্শক দেখে ফেলেন। এসময় তার প্রশ্নপত্র, উত্তরপত্র ও প্রবেশপত্র জব্দ করা হয়। ঘটনার সময় তাকে তল্লাশি করলে ২টি মোবাইল ফোনও পাওয়া যায় বলে জানান কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা অলিউর রহমান ও সফিকুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসসহ দেশের অন্য ৭টি বিভাগীয় শহরে আজ এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং প্রক্টর সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

এই ইউনিটে মোট ১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে ১ লক্ষ ৪৬ হাজার ৮১১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। এবছর বিজ্ঞান শাখা থেকে ১ লক্ষ ৩৮ হাজার ৮৪৮ জন, মানবিক শাখা থেকে ৭ হাজার ৯০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৮৭৩ জন শিক্ষার্থী আবেদন করেছে। এই ইউনিটে মোট ১ হাজার ৮৯৬টি আসনের মধ্যে বিজ্ঞান শাখার জন্য ১হাজার ৮২০টি, মানবিক শাখার জন্য ৫১টি এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫টি আসন রয়েছে।

জোটে যেসব আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস
  • ১৬ জানুয়ারি ২০২৬
কোয়াব সভাপতি মিঠুনকে হত্যার হুমকির অভিযোগ
  • ১৬ জানুয়ারি ২০২৬
কোচিং সেন্টারে ছাত্রীকে একান্তে ভালো করে পড়ানোর নামে ধর্ষণে…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৮২ ভর্ত…
  • ১৬ জানুয়ারি ২০২৬
৪০ বছর পর খুলল ঢামেকের ঐতিহাসিক আমতলা গেট
  • ১৬ জানুয়ারি ২০২৬
ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ৮ নেতা
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9