আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তির দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ  © ফাইল ফটো

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে (এএফএমসি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। এতে স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার জন্য ৬২ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। আগামী ৯ ফেব্রুয়ারি (রোববার) তাদের ঢাকা সেনানিবাসের এএফএমসিতে উপস্থিত হতে বলা হয়েছে।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ড্যান্ট স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ৬২ জন প্রার্থীকে এএফএমসি ক্যাডেট হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এবং লিখিত পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে মেধা ও কোটার ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

রোল নম্বরের ক্রম অনুযায়ী (মেধাক্রম অনুযায়ী নয়) নির্বাচিত প্রার্থীদেরকে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী চূড়ান্ত স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষার জন্য ঢাকা সেনানিবাসের এএফএমসিতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার আগে প্রত্যেক প্রার্থীকে ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি)  থেকে ডোপ টেস্টের উত্তীর্ণ সনদ সংগ্রহ করে সংগে আনতে হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রত্যেক প্রার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র ও নাগরিকত্বের সনদপত্র এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। 

May be an image of ‎floor plan, blueprint and ‎text that says "‎রোল নমর নমর ১০৪২৫৮ ১০৫৩৮৮ ১১৫৭৮২ ১২৫৪৫৯ ১১৬২৯১ ১২৭০০১ ১০৫৫১৬ ১১৬৬৭৩ ১২৭০৮৯ ১০৬০৮৪ ১০৬০৬১ ১১৮২৭৩ ১২৭৬৩০ ১০৬২৯৫ ১১৯৩৩১ ১১৮৭০৩ ১২৯১২৩ ১০৮৫৪২ ১২০০৩৫ চুড়ান্ত চৃড়তাজ্ত্া্েমিক স্বাস্থয এবং মো্খক পরীক্ারতারি্সম 8 সময় পরীক্ষার তারিখ ১১১১২৫ ১২১৪৮৭ ১১২৮৭১ ১২৩৩৯৫ গ্রচপ 'খ'ঃ রোল নমর গূচপ ১১৪৩৩৫ ১২৩৭৪৭ মোট= ২৫ জুন রোল নমর (মাহিলা) ১১৬১৬৫ ১০১৫০৩ ১১৬৫৬২ ১০২০৬৯ ১১৭৮৬৭ ১০২২৪৯ ১১৮৫৫০ לססעסל ১১৮৫৬০ ססטילסל ১১৮৭৯৫ ১১২৯৪৩ ১১৯৩১৮ গ্রচপ 'গ':রোল নম্বর ১১৩২৮১ ১১৯৬২২ ১২১৪৮০ ১২৭০৭৮ ১১৩৪১১ ১১৫০১৩ ১২০৯৩৬ ১২১০২৪ মোট= ২০ জন ১২৩৪৭০ ১২৮৭০৫ ১২৩৪৯৯ ১৩০২৬৪ ০৯.০২.২০২৫ তারিখ 00 ঘটিকা ১২৩৫৫১ ১৩০২৮২ ১২৩৮১৮ ১২৫০৩৪ వరింి8ం ১২৫০৩৬ ১৩১৫১৪ ১২৫০৫৩ ১৩১৭০০ ১২৫৫২৩ ১২৬০০৩ মোরট= ۲٩ জন‎"‎‎

এছাড়া কোটাভুক্ত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। ক. সশস্ত্র বাহিনীর ব্যক্তিবর্গের (চাকরিরত অবসরপ্রাপ্ত) সন্তানদের ক্ষেত্রে ইউনিট অধিনায়ক/কোরো/রেকর্ডস কর্তৃক সিলমোহর ও প্রতিস্বাক্ষরকৃত সনদপত্র। খ. প্রার্থী কর্তৃক সঠিক সনদপত্র প্রদানে ব্যর্থ হলে বা প্রদত্ত সনদপত্রের তথ্য ভুল প্রমাণিত হলে তার ফলাফল/ভর্তি বাতিল বলে গণ্য হবে।

আরো পড়ুন: রাবির ভর্তি আবেদন শেষ, ফি দেওয়া যাবে আজও

স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১০ ফেব্রুয়ারি ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। উল্লেখিত তারিখের পর কোন প্রার্থীকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

নির্বাচিত তালিকার ভর্তি কার্যক্রম শেষে আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান প্রার্থীদের মধ্য থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা ১০ ফেব্রুয়ারি ওয়েবসাইট (afmc.edu.bd) -এ প্রকাশ করা হবে। পরীক্ষার ফলাফল আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। afmc.edu.bd এবং afmc.teletalk.com.bd ওয়েবসাইট থেকেও জানা যাবে।


সর্বশেষ সংবাদ