মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দ নজরুল ইসলাম কলেজের ৫৮ শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ০১:১৫ AM

ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় একসঙ্গে ৫৮ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। রবিবার (২৬ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের প্রভাষক মো. সাখাওয়াত টিটু।
মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলেন: সিয়াম মাহমুদ শুভ, আশরাফুল আলম আকাশ, মাসফিক তানভীর মাফী, সাদিয়া ইসলাম অনন্যা, ইশরাত জাহান ইভা, মাইশা আলম, পিয়াস, মার্জিয়া আক্তার বর্ষা, আয়েশা আক্তার, মশিউর রহমান রাহাত, শরিফুল হাসান, ফয়সাল আহমেদ, রাকিবুল ইসলাম রাতুল, নূসরাত জাহান কাকলী, সুমাইয়া জাহান রিমি, কনক মিয়া, নূসরাত জাহান, আসিফ খান, সাজিয়া আক্তার যুথি, রিদুয়ানুল হক নোমান, জারিন তাসনীম, শাওন মিয়া, তানজিদ আহমেদ স্বাধীন, লামিয়া আক্তার নীলা, খালিদ বিন লিমু, সুমাইয়া জান্নাত, জান্নাতুল পুষ্প, মিফতাহুল জান্নাত, সিয়াম, সাদিয়া খান তোরা, সুমাইয়া মীম, মিহাদ হাসান মনির, রেবা, জয়া মনি, স্বর্ণালি, মিজানুর রহমান, ফাহিম, ইমরান হাসান, ফাহাদ, মো: রেদওয়ান হাসান, নোমান, অন্তরা রাণী বিশ্বাস, হিয়া রহমান, ইশতিয়াক আহমেদ শাওন, মো: মাহিব ফয়সাল, রাকিবুল হাসান স্বাধীন, নাফিজা আক্তার শায়লা, ইমরান হোসেন সাগর, নাবিল আরাফাত, মাহফুজা সাদিয়া, সুভম সাহা রায় প্রান্ত, সুদ্বীপ সাহা, মো. আসমাউল হোসেন, মেহেরাব, আলিম, সাঈরীন জাহান সুমাইয়া, সোলাইমান খান ও সুমাইয়া আক্তার সিমি।
এ বিষয়ে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাখাওয়াত টিটু দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় এখন পর্যন্ত ৫৮ জন চান্স পেয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। আমাদের তথ্য প্রাপ্তিতে একটু ঘাটতি আছে। তবে প্রতি বছর ৬৫+ চান্স পেয়ে থাকে। এবারও তার ব্যত্যয় হবে না বলে আশা রাখছি।’
সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ কাজী হাদিউল ইসলাম (টুটুল) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের এ সফলতার পিছনে শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত ও কঠোর অধ্যাবসায় রয়েছে। এ কলেজের শিক্ষার্থীরা দেশ সেরা বুয়েট, মেডিকেলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পান। শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে আমরা বদ্ধপরিকর।’
উল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৬০ হাজার ৯৫ জন শিক্ষার্থী। এবার পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৫ হাজার ৩৭২ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।