ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রশ্ন দেখুন এখানে

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় এ পরীক্ষায় শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়। এর আগে সকালে কেন্দ্রে প্রবেশ করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তাদের সঙ্গে আসা অভিভাবকদের ভিড় ছিল কেন্দ্রের বাইরে।

দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে ঢাবি ক্যাম্পাস ঘুরে দেখা যায়, কলা ভবন কেন্দ্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন ভর্তিুচ্ছ শিক্ষার্থীরা। তাদেরকে তল্লাশি শেষে একে একে ঢুকতে দেওয়া হচ্ছে। বাইরে বিভিন্ন স্থানে বসে বা দাঁড়িয়ে অপেক্ষায় রয়েছেন অভিভাবকরা। অনেকে গল্পে মশগুল। কারও কারও মুখে চিন্তার ছাপ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কলা অনুষদের ডিন অফিস সংলগ্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বলে জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে। শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ও চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)।

রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence