মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু কাল

বিএসআরএম মেরিটাইম ইউনিভার্সিটি
বিএসআরএম মেরিটাইম ইউনিভার্সিটি  © ফাইল ফটো

বিএসআরএম মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) শুরু হচ্ছে। শেষ হবে আগামী শনিবার (২১ ডিসেম্বর)। এর আগে আবেদন গত ৭ ডিসেম্বর শেষ হয়েছে। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে গত ১১ ডিসেম্বর।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ ও ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য সকল অনুষদের (FMGP, FSA, FEOS & FET) ভর্তি পরীক্ষায় Non-Programmable Calculator ব্যবহার করা যাবে।

থেকে জন্য যায়, স্নাতক পর্যায়ের এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল', বিবিএ (অনার্স) ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস, বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি, বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ, বিএসসি (অনার্স) ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামসমূহে ভর্তি নেওয়া হবে।

সার্কুলারে উল্লিখিত নূন্যতম জিপিএ থাকলে সবাই পরীক্ষা দিতে পারবেন। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় শুধুমাত্র আবেদন সঠিকভাবে করা হয়েছে কি না তা যাচাই করার জন্য।

আরো পড়ুন: গুচ্ছ থেকে বের হলো ৭ বিশ্ববিদ্যালয়, ভর্তি আবেদন চলছে যেসব প্রতিষ্ঠানের

আগামী ২০-২১ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে www.bsmrmu.edu.bd এই ওয়েবসাইট এ। আবেদনের পোর্টাল applyonline.bsmrmu.edu.bd। আর হেল্পডেস্ক ইমেইল: admissioninfo@bsmrmu.edu.bd।

যোগ্য প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

May be an image of text


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!