গুচ্ছের ভবিষ্যৎ নির্ধারণে সভায় বসতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

দেশের সাধারণ বিজ্ঞান ও প্রযক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভবিষ্যৎ নির্ধারণে সভায় বসতে যাচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। চলতি মাসে শিক্ষা মন্ত্রণালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কার্যালয়ে এ সভা হতে পারে।

শনিবার (১৪ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষ গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনারুল আজিম।

তিনি বলেন, ‘বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে তুলনামূলক ছোট বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে ভর্তি পরীক্ষা নেবে না নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কেননা ছোট বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই। অনেক বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক দায়িত্ব পালন করার মতো লোকও নেই। এজন্য আমাদের সবাইকে সভায় বসতে হবে।’ 

মাভাবিপ্রবি উপাচার্য বলেন, ‘গুচ্ছে থাকার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা থাকার পরও কেন বিশ্ববিদ্যালয়গুলো বেরিয়ে যাচ্ছে সেটি আমার বোধগম্য নয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীরা মানসিক ট্রমার মধ্যে রয়েছে। এ অবস্থায় আলাদাভাবে এতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া একজন শিক্ষার্থীর জন্য চ্যালেঞ্জের। শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালগুলোর গুচ্ছে থাকা উচিত।’

গুচ্ছ নিয়ে পরবর্তী সভা কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মোঃ আনারুল আজিম আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে ইউজিসিতে একটি সভা করার। এই সভায় গুচ্ছের বিষয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আমি আশাবাদী।’


সর্বশেষ সংবাদ