প্রথম রিলিজ স্লিপে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ ঘোষণা

প্রথম রিলিজ স্লিপে ভর্তির তারিখ ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
প্রথম রিলিজ স্লিপে ভর্তির তারিখ ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য প্রথম রিলিজ স্লিপে অনলাইনে আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামীকাল ১৬ আগস্ট বিকাল ৪টা থেকে আবেদন শুরু হবে। চলবে ২৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য জানান। ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে যে সব আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি, স্থান পেয়েও ভর্তি হয়নি এবং ভর্তি হয়ে পরে বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে।

আরো পড়ুন: চবির কোন ইউনিটে কত আবেদন পড়ল

কলেজ কর্তৃক যে সব আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চিত করা হয়নি, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে চাইলে তাকে অবশ্যই ২৩ আগস্টের মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে।

এ সংক্রান্ত বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।


সর্বশেষ সংবাদ