সাত কলেজের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ৩৯ হাজার

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা শুরু
সাত কলেজের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা শুরু  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের বিজ্ঞান ইউনিটের সংশ্লিষ্ট বিভাগগুলোতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর ১৪টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। যা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

কেন্দ্র গুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুন্নেছা নূন স্কুল এন্ড কলেজ, ভবন-১, ভিকারুন্নেছা নূন স্কুল এন্ড কলেজ, ভবন-২, গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (হোম ইকনোমিক্স কলেজ) , আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, উইল্‌স‌ লিট্‌ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ ও মতিঝিল গভমেন্ট বয়েজ হাই স্কুল।

ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবার বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৯ হাজার ৫১৭টি। যারমধ্যে  ঢাকা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ১০৯০টি। কবি নজরুল সরকারি কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৬৩০টি।

আরও পড়ুন: সাত কলেজে কোন ইউনিটে কত আবেদন

সরকারি বাঙলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৭১৫ টি। সরকারি তিতুমীর কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ১৫১০টি। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৭৪০টি। ইডেন মহিলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ১২২৫টি। এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৫৯০ টি।

সরেজমিনে ঢাকা কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, দুপুর থেকেই কেন্দ্রের সামনে শিক্ষার্থী অভিভাবকরা ভিড় করেছেন। তারা জানান, রাস্তায় যানজটের ভোগান্তি এড়াতে আগেভাগেই কেন্দ্রের সামনে হাজির হয়েছেন। পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে থেকেই শিক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়।ব্যাগ, ঘড়ি, মোবাইল সহ যেকোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি দেখা গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে কেন্দ্র ও কেন্দ্রের বাইরে অতিরিক্ত পুলিশও মোতায়েন রয়েছে। 

পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সার্বিক দিক নির্দেশনা অনুযায়ী আমরা কেন্দ্রে আসন বিন্যাস করেছি। পরীক্ষার্থীরা যেন সুন্দর সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পারেন সেজন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। আশা করছি কোনরকম অনেকাঙ্খিত অপ্রত্যাশিত ঘটনা ছাড়াই ভালোভাবে পরীক্ষা সম্পন্ন হবে।


সর্বশেষ সংবাদ