এবার রাবির ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ০৭:৪৭ AM , আপডেট: ১৮ এপ্রিল ২০২২, ১০:০৫ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে। রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় রাবির একাডেমিক শাখার প্রধান এ এইচ এম আসলাম হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আসলাম হোসাইন বলেন, এইচএসসি পরীক্ষা যে সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছে, তার আলোকে ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে। গত ১১ এপ্রিল ভর্তি কমিটির সভায় এটি অনুমোদন হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় যে সিলেবাস অনুসরণ করা হয়েছে, তার আলোকেই রাবির ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন চলবে ২৫ মে থেকে ৯ জুন পর্যন্ত। এবার প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। এ ছাড়া বাছাইকৃত শিক্ষার্থীদের আবেদন ১৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চলবে। তাঁদের সার্ভিসচার্জসহ ১১০০ টাকা ফি দিতে হবে।
আরো পড়ুন: ধানমন্ডি লেকে ছুরিকাঘাতে ২ ছাত্র আহত
আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরদিন ২৬ জুলাই ‘এ’ ইউনিটের (মানবিক) ও ২৭ জুলাই ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মাধ্যমে এ কার্যক্রম শেষ হবে। ৮০টি বহুনির্বাচনি প্রশ্নে বিপরীতে নম্বর থাকবে ১০০। পাঁচটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ১ নম্বর। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বর পেলে পাস করতে পারবেন শিক্ষার্থীরা।