ঢাবি ভর্তি পরীক্ষার ফি থেকে আয় ৩০ কোটি টাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০২:৩৭ PM , আপডেট: ২১ মার্চ ২০২৩, ০২:৪৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী আবেদন করেছেন। প্রতি আবেদনের ফি ছিল এক হাজার টাকা। ফলে আবেদন থেকে প্রায় ৩০ কোটি টাকা ফি আয় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এবার সবমিলিয়ে দুই লাখ ৯৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তবে আরও কিছু ফি পরিশোধের তথ্য আপডেট হলে সামান্য কিছু সংখ্যা বাড়তে পারে।
এরমধ্যে কলা, আইন, সামাজিক বিজ্ঞান অনুষদে ১ লাখ ২২ হাজার ৮৮৫ জন, বিজ্ঞান অনুষদে ১ লাখ ২৭ হাজার ৭৯ জন, ব্যবসায় শিক্ষা অনুষদে ৪১ হাজার ৩৬৮ জন, চারুকলা অনুষদে ৭ হাজার ৯৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
আবেদন ফি ১ হাজার টাকা করে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরমধ্যে ৩৩ টাকা ভ্যাট ও ট্যাক্স। বাকি ৯৬৭ টাকার মধ্যে ইউজিসিকে দিতে হবে ৪০ শতাংশ৷
আগামী ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগপর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।