কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০১:৩৫ PM , আপডেট: ১২ মার্চ ২০২৩, ০২:২০ PM
কিছুক্ষণের মধ্যেই সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আজ রবিবার (১২ মার্চ) দুপুর দেড়টায় স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার ফল ঘোষণা করার কথা ছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে যথাসময়ে তিনি উপস্থিত হতে না পারায় ফল প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।
আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পর https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের https://dgme.portal.gov.bd/ ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে।
এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪০৪ জন। গত শুক্রবার (১০ মার্চ) সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।