বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, পাস করেছে স্কুলের একমাত্র পরীক্ষার্থী রুবিনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ মে ২০২৪, ১২:৪৯ PM , আপডেট: ১৩ মে ২০২৪, ১২:৫২ PM
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী পাস করেছে। বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থী ছিল রুবিনা আক্তার। এর আগে তার সব বান্ধবীর বিয়ে হয়ে যাওয়া কেউ পরীক্ষায় অংশ নেয়নি বলে জানা গেছে।
রোববার (১২ মে) প্রকাশিত ফলাফলে দেখা যায়, এসএসসিতে জিপিএ ২.১১ পেয়েছে রুবিনা। উপজেলার অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় সে। প্রতিষ্ঠানটি ১৯৯৮ সালে স্থাপিত হয়। ২০০৪ সালে নিম্ন মাধ্যমিক শাখা এমপিওভুক্ত হয়।
২০১২ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায়। পাঁচজন এমপিওভুক্ত শিক্ষকসহ ১১ জন শিক্ষক আছেন প্রতিষ্ঠানটিতে। শতাধিক ছাত্রী দেখানো হলেও বিদ্যালয়টি থেকে মানবিক বিভাগে শুধু রুবিনা আক্তার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এ অবস্থার জন্য করোনা ও বাল্যবিবাহকে দায়ী করেছেন শিক্ষকরা।
আরো পড়ুন: এসএসসির ফল প্রকাশের পর প্রাণহীন ৮ শিক্ষার্থী
রুবিনা আক্তারের ভাষ্য, ভালো রেজাল্ট করতে না পারলেও পাস করে নিজের ও প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করতে পেরেছে। সে এইচএসসি পরীক্ষায় ভালো করার জন্য সবার দোয়া চেয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জামাল মিয়া বলেন, ফলাফল শিটে রুবিনার পাস করতে দেখে তারা খুশি হয়েছেন। কারণ সে পাস করে প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করেছে।