সৌদি আরবে শিক্ষাবিদ, লেখকসহ ৯ জনকে আটক

সৌদি আরবের এক অভিযানে ৯জন শিক্ষাবিদ, লেখক ও অধিকারকর্মীকে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ আটক করা হয়েছে।

আন্তজাতিক বার্তা সংস্থা এএফপি খবরে বলা হয়েছে গতকাল সোমবার (২৫ নভেম্বর) সৌদি আরবের রিয়াদ, জেদ্দাসহ বিভিন্ন শহরের অন্তত ৯ জন সাংবাদিক, ব্লগার, অধিকারকর্মীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

লন্ডনভিত্তিক সৌদি মানবাধিকার গোষ্ঠী এএলকিউএসটি জানিয়েছে, গত ১৬ নভেম্বর থেকে নতুন করে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

ওই প্রতিবেদনে বলা হয়, উদারপন্থী ও অধিকারকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালাচ্ছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান, এমন অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা বলছেন, যুবরাজ তার ক্ষমতার পথকে মসৃণ করতে এসব দমন অভিযান পরিচালনা করছেন। গত দুই বছর ধরে দেশটিতে বুদ্ধিজীবীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছে। এই নয়জনকে কোন অভিযোগে আটক করা হয়েছে তা জানানো হয়নি।

বুদ্ধিজীবীদের আটকের পাশাপাশি সৌদির কর্তৃপক্ষ ভিন্নমতাবলম্বী বন্দিদের ওপর হয়রানি ও নির্যাতন বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে এএলকিউএসটি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence