পেহেলগাম কাণ্ডে মুসলিমদের উদ্দেশে ওয়াইসির বার্তা, কী পরামর্শ দিলেন তিনি?

এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি।
এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি।   © সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এই ঘটনায় প্রতিবাদ জানাতে মুসলিমদের শুক্রবার জুম্মার নামাজে কালো আর্মব্যান্ড পরার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি, হায়দ্রাবাদ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) টুইটারে দেওয়া বার্তায় আসাদউদ্দিন ওয়াইসি বলেন, কালো আর্মব্যান্ড পরে প্রতিবাদ জানিয়ে তারা একটি বার্তা দিতে চান—বিদেশি ষড়যন্ত্রকারীদের কারণে ভারতীয় সমাজের শান্তি ও ঐক্য যেন বিপন্ন না হয়। তার ভাষায়, পেহেলগামের হামলা সন্ত্রাসীদের এমন এক সুযোগ করে দিচ্ছে, যার মাধ্যমে তারা কাশ্মীরি ভাইদের নিশানা বানাতে পারছে। দেশবাসীর উদ্দেশ্যে তিনি সতর্কবার্তা দেন, ‘শত্রুদের চক্রান্তে জড়িয়ে পড়বেন না।’

ওই ভিডিও বার্তায় ওয়াইসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের দুর্বলতাও তুলে ধরেন। তিনি বলেন, পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার ঘটনা একটি বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতা। একই সঙ্গে তিনি সংবিধানের আর্টিকেল ৩৭০ বাতিলের সিদ্ধান্তেরও সমালোচনা করেন। হায়দ্রাবাদের এই সংসদ সদস্য বলেন, ‘এই হামলা প্রমাণ করে সরকারের প্রতিরক্ষা কৌশল পুনর্মূল্যায়নের সময় এসেছে।’ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

প্রসঙ্গত, ২২ এপ্রিল বিকেলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীরা সশস্ত্র হামলা চালায়। ফলে ২৫ জন ভারতীয়সহ মোট ২৬ জন প্রাণ হারান। ঘটনার জন্য পাকিস্তান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে ভারত। এর পরদিন, দেশটির সরকার কড়া অবস্থান নেয়—পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেয় নয়াদিল্লি।

এই পদক্ষেপের পালটা জবাব দিতে পাকিস্তানও এগিয়ে আসে। ইসলামাবাদ জানায়, তারা ভারতের নাগরিকদের ভিসা বাতিল করছে, দুই দেশের মধ্যকার বাণিজ্য স্থগিত করছে এবং ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করছে। একের পর এক পাল্টাপাল্টি সিদ্ধান্তে ভারত-পাকিস্তান সম্পর্ক ফের উত্তেজনার মুখে পড়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এই উত্তেজনা ক্রমে সামরিক সংঘাতে রূপ নিতে পারে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence