রাবির অধ্যাপক অরুণ কুমারের বুকে পেসমেকার বসানো হল

পেসমেকার বসানো হলো রাবির ইমেরিটাস অধ্যাপকের বুকে
পেসমেকার বসানো হলো রাবির ইমেরিটাস অধ্যাপকের বুকে  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক-এর বুকে পেসমেকার বসানো সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১০ আগস্ট) ঢাকার স্কয়ার হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে পেসমেকার বসানো হয়। 

চিকিৎসকদের পাওয়া তথ্যমতে, এনজিওগ্রাম রিপোর্ট স্বাভাবিক থাকায় পেসমেকার বসাতে কোনো ধরনের অসুবিধা হয়নি। ফলে স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন প্রবীন এ গবেষক।

এদিন অসুস্থ অধ্যাপকের সাথে হাসপাতালে দেখা করে শারিরীক অবস্থার খোঁজ-খবর নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

আরও পড়ুন: জবির পর অনলাইন ক্লাসে যাচ্ছে শাবিপ্রবিও

এসময় উপাচার্য জানান, এখনো তিনি সুস্থ্য আছেন। সবকিছু ঠিকঠাক থাকলে অল্পদিনের মধ্যে  রাজশাহীতে ফিরে আসবেন এবং শিক্ষা ও গবেষণার স্বাভাবিক কার্যক্রম শুরু করবেন এ গবেষক। 

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রবীণ অধ্যাপক ও ইমেরিটাস অধ্যাপক অরুন কুমার বসাক। দেশের খ্যাতনামা বিজ্ঞানীদের মধ্যে তিনি অন্যতম। বয়সজনিত কারণ বিভিন্ন রোগশোকে ভোগছেন তিনি। হার্টের স্বাভাবিক কার্যক্রম ঠিক না থাকায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ