এবার লং মার্চে ঢাবি ছাত্র রনি

লং মার্চে ঢাবি ছাত্র রনি
লং মার্চে ঢাবি ছাত্র রনি  © সংগৃহীত

রেলের অব্যবস্থাপনার প্রতিবাদে ছয় দফা দাবিতে কমলাপুর রেলওয়ে স্টেশনে টানা ১২ দিন অবস্থানের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। মঙ্গলবার তিনি কমলাপুর স্টেশন থেকে রেলপথ মন্ত্রণালয় পর্যন্ত লংমার্চ করবেন। তিনি প্রথমে টিএসসি যাবেন। তারপর রেল ভবনে গিয়ে মহাপরিচালকের কাছে ছয় দফা দাবি জানাবেন। এরপর সেখানে সংবাদ সম্মেলন করবেন।

মঙ্গলবার (১৯ জুলাই) রাজধানীর কমলাপুর রেলস্টেশনের বাইরে প্রধান সড়ক থেকে বেলা ১২টা ২৮ মিনিটে তিনি এ লংমার্চ শুরু করেন।

জুন মাসে রেলের টিকিট কিনতে গিয়ে হয়রানির শিকার হওয়ার পর গত ৭ জুলাই থেকে তিনি ছয়টি দাবিতে কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে অবস্থান শুরু করেন।

গত ১৩ জুন রাজশাহী ভ্রমণের জন্য বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে ঢাকা-রাজশাহীর টিকিট কাটার চেষ্টা করেন তিনি। অনলাইন পেমেন্ট সিস্টেমে বিকাশ থেকে ভ্যারিফিকেশন কোড পাঠানো হয়। কিন্তু পিন নম্বর দিয়ে সেটি নিশ্চিত করার আগেই বিকাশ অ্যাকাউন্ট থেকে টিকিটের মূল্য কাটা হয়। ঘটনার পর রনি দ্রুত কমলাপুর রেলস্টেশনে রেলওয়ের সার্ভার রুমে অভিযোগ করেন। সেখান থেকে কারণ হিসেবে জানানো হয়, সিস্টেমের কারণে এমন হয়েছে। ১৫ দিনের মধ্যে টাকা ফেরত না পেলে অভিযোগ করতে বলা হয়।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার

রনি জানান, অথচ তখন তার চোখের সামনে মোবাইল অ্যাপের মাধ্যমে তার বুকিং করা ৬৮০ টাকার আসনটি আরেক যাত্রীর কাছে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করেন স্টেশনের কম্পিউটার অপারেটর। এরপর ভোক্তা অধিকার অধিদপ্তরে ১৪ এবং ১৫ জুন দুই বার অভিযোগ করেন। তবে এখন পর্যন্ত ভোক্তা অধিদপ্তর থেকে কোনো শুনানির ডাক আসেনি।

রনি জানান, তার ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে আসা শিক্ষার্থীদের খাবার, অবস্থানের আনুষঙ্গিক খরচ এবং সহজ.কমের বিরুদ্ধে হাইকোর্টে রিট পরিচালনা করার খরচ জোগাতে তিনি ১৯ হাজার টাকা দিয়ে তার ক্যামেরাও বিক্রি করে দিয়েছেন। তিনি তার উকুলেলে, কাহন, গিটার আর কম্পিউটারও বিক্রি করতে চান।

রনি বলেন, ‘আমি কারও থেকে সাহায্য নিতে চাই না। অনেকেই টাকা পাঠাতে চেয়েছেন। তাদের প্রতি আমি আমৃত্যু কৃতজ্ঞ। কিন্ত আমি আমার আন্দোলনকে বিতর্কিত করতে চাচ্ছি না। তাই তাদের টাকা পাঠাতে নিরুৎসাহিত করেছি।’


সর্বশেষ সংবাদ