রাবির দামুড়হুদা থানা সমিতি সভাপতি তুষার, সম্পাদক শুচি
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০৪:৪০ PM , আপডেট: ২০ মার্চ ২০২২, ০৪:৪০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দামুড়হুদা থানা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজির আহমেদ তুষারকে সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের মাষ্টার্সের শিক্ষার্থী সায়মা আফসানা শুচিকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মুজাহিদ হোসেন, শাহীন সম্রাট শুভ, যুগ্ন সাধারন সম্পাদক সম্পাদক আবু সালেহ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সুমন, প্রচার সম্পাদক রানা হামিদ, সহ প্রচার সম্পাদক ইভা রহমান, ওয়ালিদ হাসান, কোষাধ্যক্ষ আজিজ হোসেন, দপ্তর রকি হোসেন, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা, সহ ক্রীড়া সম্পাদক রাসেল, সাংস্কৃতিক সম্পাদক সম্রাট হাসান।
আরও পড়ুন: রুয়েটে স্বজনপ্রীতি, নিয়োগ পেলেন উপাচার্যের ভাই-শ্যালক ও গৃহকর্মী
কার্যনির্বাহী সদস্যরা হলেন- দোলা, রুনা, আনোয়ার, শাহিনা, সোহেল।
এসময় ২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং মাস্টার্স শেষ করা শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। আগামী একবছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজির আহমেদ তুষারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মনিমুল হক পলাশ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. রওশন আলি, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল আলীম বাবু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হুমায়ন কবির প্রমুখ।