ঢাবিতে নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে মাহবুব-আজিজ

আইনুল ইসলাম মাহবুব ও মো. আবদুল আজিজ
আইনুল ইসলাম মাহবুব ও মো. আবদুল আজিজ  © সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নোয়াখালী থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন 'নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ' পেয়েছে নতুন নেতৃত্ব। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী আইনুল ইসলাম মাহবুব ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাস্টার দা সূর্যসেন হলের শিক্ষার্থী মো. আবদুল আজিজ।

মাহবুব বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ও আবদুল আজিজ ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তারা দু'জনেই শিক্ষার্থীদের পাশে থেকে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ায় দৃঢ় প্রতিজ্ঞ।

আরও পড়ুন: ‘ছেড়ে দেয়া ছাড়া আমার আর কোনো অপশন নেই’

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সংগঠনটির আগের কমিটি ভেঙে উপদেষ্টা জসিম উদ্দীন হায়দার, ইকবাল মাহমুদ বাবলু ও মো. নাজিম উদ্দীনের সুপারিশক্রমে সদ্য সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন পারভেজ ও সাধারণ সম্পাদক তামজিদ হোসেন তামিম আগামী ১ বছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দেন।

এ আংশিক কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি আজহারুল কবির নিলয়, তানিম ইমাতিয়াজ, সাদিব সাদমান রাহাত, ইমতিয়াজ ইমতু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসলাম বিন মো. জুনায়েদ, আবদুর রহমান শান্ত, মহিমান আল নূর, কামরুজ্জামান কামরুল, রাশেদুল ইসলাম রাশেদ, নারগিস আক্তার রিয়া। সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান যুবরাজ, মেহরাব হোসাইন, রাকিবুল হাছান রাহী, মাহফুজুর রহমান (রাজু), হাসানুজ্জামান, জসিম উদ্দিন ও তানভীর হাসান শান্ত।

আরও পড়ুন: ট্রলি ব্যাগে করে গার্লফ্রেন্ডকে হোস্টেলে আনার সময় ধরা খেলেন শিক্ষার্থী

দফতর বিষয়ক সম্পাদক আবদুস সালাম মাহিম, প্রচার বিষয়ক সম্পাদক আবদুজ জাহের নিশাদ ও ছাত্রী বিষয়ক সম্পাদক নাবা চৌধুরী।

খুব শিগগিরই কমিটি পূর্ণাঙ্গ করার কথা জানান সভাপতি আইনুল ইসলাম মাহবুব। তিনি বলেন, কাউকে কমিটির বাইরে রাখা হবে না। সুতরাং হতাশার কিছু নেই। যারাই সংগঠনের কাজে এগিয়ে আসবে তারা তাদের সঠিক মূল্যায়ন পাবে।


সর্বশেষ সংবাদ