ঢাবির অসুস্থ শিক্ষার্থীকে গেস্টরুমে নির্যাতনের অভিযোগ

বিজয় একাত্তর হল ও ঢাবি লোগো
বিজয় একাত্তর হল ও ঢাবি লোগো  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গেস্টরুমে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থী অসুস্থ থাকার পরও তাকে গেস্টরুমে নেয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ওই শিক্ষার্থীর নাম মো. আকতারুল ইসলাম। তিনি ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আকতার বিজয় একাত্তর হলের মেঘলা ভবনের ৩০০২ (ক) নম্বর কক্ষে থাকেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (২৬ জানুয়ারি) রাতে ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান রাজু, সমাজকল্যাণ বিভাগের ইয়ামিম ইসলাম, ইতিহাসের হৃদয় আহমেদ কাজল, আন্তর্জাতিক সম্পর্কের সাইফুল ইসলাম, লোকপ্রশাসনের সাইফুল ইসলাম রোমান এবং মনোবিজ্ঞান বিভাগের ওমর ফারুক শুভ আকতারকে গেস্টরুমে নিয়ে যায়।

আরও পড়ুন: নিজ ক্যাম্পাসেই নিয়োগ পেলেন নোবিপ্রবির ৩৬ শিক্ষার্থী

আকতার এসময় নিজেকে অসুস্থ দাবি করলেও অভিযুক্তরা তাকে গেস্টরুমে নিয়ে লাইটের দিকে তাকিয়ে থাকতে বলে। লাইটের দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় আকতার জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে আবার হলে নিয়ে আসা হয়।

অভিযোগপত্রে আকতার এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: ভিসিকে বহাল রেখে শিক্ষার্থীদের সঙ্গে বসবে মন্ত্রণালয়

এ বিষয়ে জানতে বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল বাছিরকে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।


সর্বশেষ সংবাদ